ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাতের আধারে পশ্চিম রাজৈরকে লেখা হল মাদানী নগর

প্রকাশিত: ২০:৪০, ৫ জুলাই ২০২০

রাতের আধারে পশ্চিম রাজৈরকে লেখা হল মাদানী নগর

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের শরণখালার খোন্তাকাটা ইউনিয়নের একটি গ্রাম পশ্চিম রাজৈর। গ্রাম এবং আশপাশের মানুষের কাছে এটি পশ্চিম রাজৈর নামেই পরিচিত। কিন্তু হঠাৎ করে স্থানীয়রা দেখতে পায় এলাকার মাইল পোস্টসহ বিভিন্ন জায়গায় লেখা মাদানী নগর। বিষয়টি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। জামায়াতের সাবেক কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা এক এম ইউসুফ এর বাড়ি এই (পশ্চিম রাজৈর) গ্রামে। তার সমর্থক জামায়াতের পরিকল্পিত অপচেষ্টা বলে ক্ষুদ্ধ এলাকাবাসী জানিয়েছেন। তবে ক্ষুদ্ধ গ্রামবাসী এ বিষয়টি শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীনকে জানালে তিনি স্থানীয়দের নিয়ে মাইল ফলকে লেখা মাদানী নগর মুছে ফেলেন। যারা এই লেখার সাথে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
×