ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় গর্ভবতী ও দুঃস্থ নারীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলো সেনাবাহিনী

প্রকাশিত: ২০:১৩, ৫ জুলাই ২০২০

নওগাঁয় গর্ভবতী ও দুঃস্থ নারীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলো সেনাবাহিনী

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে নওগাঁর ধামইরহাট উপজলোর প্রত্যন্ত এলাকার গর্ভবতী ও দুঃস্থ নারীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে সেনাবাহিনী। রবিবার দুপুর ১২ টা থেকে দিনব্যাপী ১১ পদাতিক ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনিীর আয়োজনে উপজেলার মংগলবাড়ী সরকারী প্রাথমকি বিদ্যালয়ে এ সেবা প্রদান করা হয়। সেবা প্রদান কার্যযক্রমের উদ্বোধন করেন, বগুড়া সেনাবাহিনীর ১০ বীর অধিনায়ক লে: কর্নেল মো: গোলাম মাবুদ হাসান পিএসসি। বগুড়া সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় সম্মিলিত সামরিক হাসপাতাল বগুড়ার তত্ত্বাবধানে সিনিয়র গাইনোলজিষ্ট বিশেষজ্ঞ ডাক্তার কর্নেল শাহনূর চিশতীসহ বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে ৩০০ জন গর্ভবতী মায়েদের বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা ও ওষুধ দেয়া হয়। এসময় ২১ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধনিায়ক লে: কর্ণেল মোছা: তহমিনা আকতার, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুনমুন, ১০ বীর এর ক্যাপ্টেন পারভেজ ও ক্যাপ্টেন জুয়েলসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
×