ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উখিয়ায় সরকারী চালসহ ৩ জন আটক

প্রকাশিত: ২০:১২, ৫ জুলাই ২০২০

উখিয়ায় সরকারী চালসহ ৩ জন আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫’শ কেজি সরকারী চাল সহ তিনজনকে আটক করেছে র‌্যাব। এছাড়া ৯৯টি খালি বস্তাও উদ্ধার করেছে। উদ্ধারকৃত চালের মূল্যে এক লক্ষ বাইশ হাজার পাঁচশত টাকা বলে জানা গেছে। শনিবার সন্ধ্যার পর তাদের আটক করেন। আটকরা হচ্ছে- উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের সোনা আলীর পুত্র এহছান, পশ্চিম হলদিয়া পালংয়ের মৃত সৈয়দ আহমদের পুত্র আবুল কালাম ও হলদিয়া পালং পাগলির বিলের মৃত মকবুল আহমদের পুত্র আবুল কালাম। র‌্যাব সূত্রে জানা যায়, উখিয়ার মরিচ্যা বাজারস্থ আল্লাহর দান, মো: এহছান স্টোর গুদাম ঘরে কতিপয় লোক সরকারি ত্রানের চাল মজুদ করেছে। এমন সংবাদের ভিওিতে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার কেজি চাউল ও ৯৯টি খালি সাদা বস্তা উদ্ধার সহ জড়িত তিনজনকে আটক করে। উল্লেখ্য সাবেক মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলমের সহোদর হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম বলেন, আমার ইউনিয়নের ২নং ওয়ার্ডের মহিলাদের শনিবার প্রায় ৫’শ বস্তা ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। তারা হয়ত বাজারে বিক্রি করে দিয়েছে। র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়। এ ব্যাপারে উখিয়া থানার ওসি তদন্ত নুরুল ইসলাম বলেন, থানায় মামলা রুজু হয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরী বলেন, উদ্ধারকৃত চালগুলো খাদ্য গুদামে জমা দেয়া হয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা নেয়া হয়েছে।
×