ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডোমারে নদীতে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ১৮:৩২, ৫ জুলাই ২০২০

ডোমারে নদীতে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ নীলফামারী ডোমারে নানাকে মাটি দিয়ে দাদীর সাথে বাড়ী ফেরার পথে নদীতে পড়ে নিখোজ দুই শিশুর মধ্যে মনোয়ার(৬) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় আটচল্লিশ ঘন্টা পর আজ রবিবার নদীর পানি কমে এলে মনোয়ারের পরিবারের লোকজন আজ রবিবার সকালে দুই শিশুকে উদ্ধারের জন্য নদীতে অভিযান শুরু করে। দুপুর পনে ১২টার দিকে নিখোঁজের স্থান থেকে আনুমানিক ৪ শত গজ দুরে নদীতেই শিশুটির মৃতদেহ পাওয়া যায়। গোমনাতী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অপর শিশু নুরে জান্নাত মনির (৫) সন্ধান এখনও পাওয়া যায়নি। তাকেও উদ্ধারের জোর প্রচেষ্টা চলছে। উল্লেখ্য যে, উপজেলার উত্তর গোমনাতীতে শিশু দুটির দাদা কমির উদ্দিনের মৃত্যুহলে তার জানাজায় অংশ নিতে উপজেলার জোড়াবাড়ি মিরজাগঞ্জ গ্রাম হতে তাদের আত্বীয়স্বজন ও পরিবারের সদস্যরা গিয়েছিল। সেখানে তার দাফন শেষে গত শুক্রবার (৩ জুলাই) দুপুরে নানী রওশনা আরা রোশনা(৪৫) বেগমের সাথে অটো চার্জার ভ্যানযোগে তিন নাতি-নাতনিকে সাথে নিয়ে বাড়ীতে ফিরছিলেন। এ সময় গোমনাতি-আমবাড়ী সড়কের মাঝে দেওনাই নদীর উপর অবস্থিত ঝুকিপুর্ন বেইলী ব্রীজের পাটাতনের ফাকে ভ্যানের চাকা ঢুকে ভ্যান উল্টে গেলে ভ্যানে থাকা তিন শিশু লিপু (১০), মনোয়ার(৬) ও নুরে জান্নাত মনি (৫) নদীতে পরে যায়। তাদের উদ্ধারে নানী রোশনা বেগম নদীতে ঝাপিয়ে নাতি লিপুকে উদ্ধার করলেও অপর দুই শিশু মনি ও মনোয়ার নদীতে নিখোজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরীর দল শিশু দুটিকে উদ্ধারে দেওনাই নদীর ৬ কিলোমিটার এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হয়।
×