ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ফুডপান্ডা রাইডারদের মানববন্ধন

প্রকাশিত: ১৮:২৬, ৫ জুলাই ২০২০

রাজশাহীতে ফুডপান্ডা রাইডারদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে ৫ দফা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন করেছে খাবারের অনলাইন ভিত্তিক এ্যাপস ফুডপ্যান্ডার রাইডাররা। আজ রবিবার বেলা ১২ টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। ফুডপ্যান্ডার সিনিয়র রাইডার কনি ও শিপলুর নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, করোনাভাইরাস মহামারিতে যখন মানুষ ভয়ে আতংকে ঘর থেকে বের হতে পারছে না ঠিক সেই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে সকল শ্রেণীপেশার মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয় সাহসী রাইডাররা। এ সাহসী রাইডারদের জন্য কোম্পানি কোনো প্রণোদনা দেয় নি। তারপরেও বেতন কমানোর সিদ্ধান্ত নেওয়ায় বাধ্য হয়ে এ কর্মসূচী ঘোষণা করা হয়। মানববন্ধন শেষে নগরীর ভুবন মোহন পার্কে বসে রাইডাররা কর্মবিরতি পালন করে। রাইডাররা কর্তৃপক্ষের নিকট অনুরোধ করে জানিয়েছেন অবিলম্বে বেতন কাঠামোসহ ৫ দফা দাবি মেনে নিতে হবে। দাবি না মানা পর্যন্ত রাইডাররা কর্মবিরতি পালন অব্যাহত রাখবে বলেও জানান।
×