ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে পাইপগান ও ছোরাসহ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ১৫:০৫, ৫ জুলাই ২০২০

কিশোরগঞ্জে পাইপগান ও ছোরাসহ ডাকাত গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে পাইপগান ও ছোরাসহ চিহ্নিত ডাকাত মানিক মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার সকালে র‌্যাব-১৪ জেলার করিমগঞ্জ উপজেলার সুতারপাড়ায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতার মানিক হাওড় অধ্যুষিত মিঠামইন উপজেলার বড়কান্দা গ্রামের আবু বকরের ছেলে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম শোভন খান এ তথ্য নিশ্চিত করে জানান, সম্প্রতি করিমগঞ্জসহ বিভিন্ন উপজেলায় ডাকাতি ও গরু চুরির ঘটনা বেড়ে যায়। এর সত্যতা পেয়ে তাদেরকে গ্রেফতারের জন্য র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয়। ডাকাতির জন্য মানিকসহ অন্যরা সুতারপাড়ায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস দল ওইখানে অভিযান চালায়। এ সময় দেশীয় অস্ত্র পাইপগান ও ছোরাসহ চিহ্নিত ডাকাত মানিক মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল বলে স্বীকার করেছে। ধৃত আসামির বিরুদ্ধে করিমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
×