ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রবল স্রোতে ভেঙ্গে গেল দেবীগঞ্জের রাঙ্গাপানি সেতুর সংযোগ সড়ক

প্রকাশিত: ১৩:২৬, ৫ জুলাই ২০২০

প্রবল স্রোতে ভেঙ্গে গেল দেবীগঞ্জের রাঙ্গাপানি সেতুর সংযোগ সড়ক

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়-দেবীগঞ্জ পাকা সড়কের দেবীগঞ্জ সদরের রাঙ্গাপানি সেতুর সংযোগ সড়কটি প্রবল স্রোতে বিচ্ছিন্ন হয়ে গেছে। পাকা সড়কের দেই পার্শ্বেই পাকা সড়কটি ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে পঞ্চগড়-দেবীগঞ্জ রুটে সকল প্রকার যানবাহন চলচল বন্ধ হয়ে গেছে। নৌকায় পারাপার করতে হচ্ছে জনসাধারণকে। এতে করে দেবীগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নের কয়েকহাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডির) আওতাধীন পাকা এই সড়কটি দিয়ে পঞ্চগড় থেকে ভাউলাগঞ্জ হয়ে দেবীগঞ্জ সদরে কয়েক লক্ষ জনসাধারণ ও হাজার হাজার ছোটবড় যানবাহন প্রতিদিনই চলাচল করছিল। কিন্তু গত কয়েকদিনের অতি বৃষ্টিতে প্রবল স্রোতে সেতুর সংযোগ সড়কটি ভেঙ্গে যায়। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অপরিকল্পিতভাবে নদী খননের ফলে পানির গতিপথ ভিন্নদিকে প্রবাহিত হওয়ার কারণে পানির চাপে সেতুর দুই পাশের পাকা রাস্তাটি ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে করে বনবিভাগের গাছপালা, কৃষকের জমি ও ফসল ভেঙ্গে যায়। নদীর দুই তীর ভেঙ্গে যায়। নদী সংলগ্ন খয়ের বাগানটিও হুমকির মধ্যে পড়েছে। এই বর্ষায় অতিবর্ষনে আরও ব্যাপক এলাকা ভাঙ্গনের আশংকা করছেন এলাকাবাসী। রাঙ্গাপানি সেতুটি ক্ষতিগ্রস্থ হওয়ায় চিলাহাটি, টেপ্রিগঞ্জসহ পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নের লোকজনকে নৌকায় পারাপার করতে হচ্ছে। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান জানান, অতি বর্ষণের ফলে গত বৃহস্পতিবার রাতে প্রবল স্রোতে রাঙ্গাপানি সেতুর দুই পারের সংযোগ সড়টি ভেঙ্গে যায়। এতে পাকা সড়কটি ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে গেলে সাধারণ লোকজন ও যানবাহন চলচাল বন্ধ হয়ে যায়। তবে, বর্তমানে স্থানীয়ভাবে নৌকার মাধ্যমে লোকপারাপার করা হচ্ছে। খুব দ্রুতই নদীর ওপর একটি বাঁশের সাকো নির্মাণ করে জনগনের চলাচল ব্যবস্থা স্বাভাবিক করা হবে বলে তিনি জানান।
×