ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিবচরে ৩ ইউনিয়নে ব্যাপক নদী ভাঙ্গন

প্রকাশিত: ১৩:১৯, ৫ জুলাই ২০২০

শিবচরে ৩ ইউনিয়নে ব্যাপক নদী ভাঙ্গন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার শিবচরের চরাঞ্চলের ৩ ইউনিয়নে নদী ভাঙ্গন বেড়েছে। ইতোমধ্যে চরজানাজাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িসহ ১২০ ঘরবাড়ি অন্যত্র কোনমতে সরিয়ে নেয়া হয়েছে। বিস্তীর্ণ এলাকার বিদ্যুত ব্যবস্থা, সড়ক ব্যবস্থা, একাধিক স্কুল ভবন, ইউনিয়ন পরিষদ ভবন, কমিউনিটি ক্লিনিক, বাজারসহ গুরুত্বপূর্ন স্থাপনা। নদী ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে ৩ ইউনিয়নের বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ট্রলার-নৌকায় মালামাল নিয়ে অজানার উদ্দেশ্যে ছুটছেন। জানা গেছে, গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়ে শিবচরের চরাঞ্চলের চরজানাজাত, কাঁঠালবাড়ি, বন্দরখোলায় ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে। নদীতে বিলীন হয়ে গেছে বন্দরখোলার বাঁধের একাংশ। ভাঙ্গন কবলিত হওয়ায় ৩ ইউনিয়নের অন্তত ১২০ পরিবার তাদের ঘর বাড়ি বসতি সরিয়ে নিয়েছে। এছাড়াও ভাঙ্গন ঝূঁকিতে রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ তলা ভবন , প্রাথমিক বিদ্যালয় ভবন, ইউনিয়ন পরিষদ ভবন, কমিউনিটি ক্লিনিক ভবন, একটি বাজারসহ বিস্তীর্ণ জনপদ। নদী ভাঙ্গন প্রতিরোধে স্থানীয় সংসদ সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নির্দেশে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। কাঁঠালবাড়ি ইউপি চেয়ারম্যান মোহসেনউদ্দিন সোহেল বেপারী বলেন, “পদ্মার ভাঙ্গনে আমার ইউনিয়নের চরচান্দ্রা এলাকার অর্ধ শতাধিক ঘর-বাড়ি মুখে হওয়ায় অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও চরজানাজাত ও বন্দরখোলা ইউনিয়নেও ব্যাপকভাবে ভাঙ্গন দেখা দিয়েছে।” শিবচর সহকারী কমিশনার ভূমি এম রকিবুল হাসান বলেন, “নদী ভাঙ্গন প্রতিরোধে স্থানীয় সংসদ সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নির্দেশে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। আমরা ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছি।”
×