ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সেলফ আইসোলেশনে ঘানার প্রেসিডেন্ট

প্রকাশিত: ১২:৩৯, ৫ জুলাই ২০২০

সেলফ আইসোলেশনে ঘানার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক ॥ করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় ১৪ দিনের সেলফ আইসোলেশনে রয়েছেন পশ্চিম আফ্রিকার দেশ ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো। ঘানা সরকারকে উদ্বৃতি দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, সম্প্রতি ঘানার প্রেসিডেন্ট এমন একজনের সংস্পর্শে এসেছিলেন যে ব্যক্তির পরবর্তীতে করোনা পজিটিভ ধরা পড়েছে। সে কারণে চিকিৎসকদের পরামর্শেই ১৪ দিনের সেলফ আইসোলেশনে আছেন তিনি। যদিও এখন পর্যন্ত করোনা নেগেটিভ রয়েছে নানা আকুফোর। তবুুও অতিরিক্ত সতর্কতা হিসেবেই বর্তমানে আইসোলেশনের নিয়ম কানুন মেনে চলছেন তিনি। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, আইসোলেশনের মধ্যেও সব ধরনের নিরাপত্তা বজায় রেখে নিজের দায়িত্ব পালন করে যাবেন আকুফো। তবে নানা আকুফো সম্প্রতি যে ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তিনি ঘানা সরকারের কোনো কর্মী নাকি তার পরিবারেরই সদস্য সে বিষয়ে সরকারি ওই বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি। ঘানায় এখন পর্যন্ত ১৯ হাজার ৩৮৮ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। ঘানায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১১৭ জন। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৪ হাজার ৩৩০ জন। বর্তমানে সেখানে করোনার অ্যাক্টিভ কেস ৪ হাজার ৯৪১টি। এদিকে গত শুক্রবার পদত্যাগ করেছেন ঘানার উপ-বাণিজ্য ও শিল্পমন্ত্রী কার্লোস কিংসলে আহেনকোরাহ। সেলফ আইসোলেশনের বিধি-নিষেধ অমান্য করায় তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। সেখানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।
×