ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে করোনায় নতুন আরও ১৬ জন শনাক্ত ॥ মৃত্যু-১২

প্রকাশিত: ১২:০২, ৫ জুলাই ২০২০

মাদারীপুরে করোনায় নতুন আরও ১৬ জন শনাক্ত ॥ মৃত্যু-১২

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে নতুন আরও ১৬ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬, কালকিনি ১, রাজৈরে ৭ এবং শিবচর উপজেলায় ২জন। এ নিয়ে আজ রবিবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাস কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৩২জনে। নতুন আরো ৪জনসহ জেলায় সুস্থ হয়েছেন ৩৬০জন। এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১২জন। রবিবার সকাল পর্যন্ত উপজেলা ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা হলো-সদর উপজেলায় ২৮১, রাজৈরে ২৫৮, কালকিনিতে ১৫২ এবং শিবচর উপজেলায় ১২৯জন। জেলা থেকে এ পর্যন্ত ৬হাজার ৫৩টি নমুনা প্রেরণ করা হয়েছে। ফলাফল পাওয়া গেছে ৫হাজার ৭৯৬টির। শনিবার বিকেলে ১৩৯টি নমুনা (২৯ ও ৩০ জুন প্রেরিত) পরীক্ষার ফলাফল আসে স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ১৬জনের করোনা পজেটিভ এবং বাকীগুলো নেগেটিভ রিপোর্ট এসেছে। কোভিড-১৯ রোগে আক্রান্ত ৮৩২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬০জন। নতুন আক্রান্ত ১৬ জনসহ ৪৬০ জনকে হাসপাতলের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ। জেলায় করোনা উপসর্গ নিয়ে ১৩জন মারা গেলেও তাদের তথ্য স্বাস্থ্য বিভাগের কাছে নেই। এদিকে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনায় যাদের নমুনা সংগ্রহ করেছিলো স্বাস্থ্য বিভাগ, তাদের ফলাফল এখনো জানা যায়নি।
×