ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজ থেকে মিয়ানমারের পণ্য আসবে না টেকনাফে

প্রকাশিত: ০০:২৯, ৫ জুলাই ২০২০

আজ থেকে মিয়ানমারের পণ্য আসবে না টেকনাফে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিয়ানমারের আকিয়াব বন্দরে করোনা রোগী শনাক্ত হওয়ার কারণে আজ রবিবার থেকে টেকনাফ স্থলবন্দরে কোন বাণিজ্যিক ট্রলার আসবে না বলে জানা গেছে। টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি প্রায় বন্ধ থাকবে। কয়েকদিন ধরেই মিয়ানমারের আকিয়াব থেকে টেকনাফ স্থলবন্দরে কোন ধরনের মসলা, আচার, শুঁটকি ইত্যাদি পণ্যবাহী ট্রলার আসেনি। তবে করিডর দিয়ে গবাদিপশু আমদানি যথানিয়মে চলবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গবাদিপশু সিটওয়ে (আকিয়াব) জেটিঘাট হয়ে আসে না। টেকনাফ স্থলবন্দর শুল্ক বিভাগের রাজস্ব কর্মকর্তা আবছার উদ্দিন বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে বিষয়টি আমরা শুনেছি। তবে মিয়ানমার থেকে পণ্য না আসার ব্যাপারে আমরা পুরোপুরি নিশ্চিত নই। উল্লেখ্য, টেকনাফ কেরুনতলির স্থলবন্দর থেকে গবাদিপশু আমদানির পয়েন্ট শাহপরীরদ্বীপ করিডরের দূরত্ব প্রায় ১৮ কি.মিটার।
×