ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লা লিগায় আজ আবারও মাঠে নামছে লস ব্ল্যাঙ্কোসরা, প্রতিপক্ষ এ্যাথলেটিক বিলবাও

রিয়ালের সাফল্যের রহস্য জানালেন জিদান

প্রকাশিত: ২২:৪২, ৫ জুলাই ২০২০

রিয়ালের সাফল্যের রহস্য জানালেন জিদান

পোর্টস রিপোর্টার ॥ আবারও স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রিয়াল মাদ্রিদ। আর মাত্র চারটি জয় পেলেই শিরোপা পুনরুদ্ধার করবে লস ব্ল্যাঙ্কোসরা। কাগজে-কলমে এটাই এখন পরিষ্কার হিসেব। বাকি পাঁচ ম্যাচের মধ্যে চারটি জিতলেই লা লিগার চ্যাম্পিয়ন হবে জিনেদিন জিদানের দল। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৩ ম্যাচ থেকে ৭৪। পাঁচ ম্যাচের অন্তত চারটি জিতলে হবে ৮৬। বিপরীতে বার্সা যদি তাদের বাকি পাঁচ ম্যাচও জিতে তাহলে তাদের পয়েন্ট হবে ৮৫। সেক্ষেত্রে কোন রকম সমীকরণ ছাড়া শিরোপা ঘরে তুলতে হলে রিয়ালের আর দরকার চার জয়। রিয়াল মাদ্রিদ সর্বশেষ গত বৃহস্পতিবার মাঠে নেমেছিল। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে সেই ম্যাচে ১-০ ব্যবধানে জিতে লা লিগার শিরোপা জয়ের লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেছে রিয়াল। সেই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার চেয়ে মাদ্রিদের দলটি ৪ পয়েন্ট এগিয়ে আছে এখন। লা লিগায় সবসময়ই শক্তিশালী দল গেটাফে। তাদের বিপক্ষে জয়ে তাই দারুণ খুশি রিয়াল কোচ। ম্যাচের শেষের প্রতিক্রিয়ায় দল মূল্যবান ৩ পয়েন্ট পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন জিদান। সেইসঙ্গে তার দলের এমন সাফল্যের গোপন রহস্যও জানিয়ে দেন। রিয়াল মাদ্রিদের ফরাসী এই কিংবদন্তির মতে দলের বর্তমান পারফর্মেন্সের পেছনে টিম স্পিরিটই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আজ খুব খুশি হতে পারি। কারণ আমরা এমন একটি দলের বিপক্ষে অবিশ্বাস্য কাজ করেছি, যারা আমাদের অনেক সমস্যায় ফেলেছিল। আমাদের টিম স্পিরিটের কারণে আমরা জয় পেয়েছি। আমাকে ও খেলোয়াড়দের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এই ম্যাচগুলোয় আমরা কঠোর পরিশ্রম করেছি। আমরা যা করছি তা সহজ নয়। কষ্ট ছাড়া কিছু অর্জন করা যায় না।’ শিরোপা নিজেদের করে রাখার সুযোগ এবার বার্সিলোনার কাছেই ছিল। কিন্তু কাতালান ক্লাবটিই রিয়ালকে দারুণ সুযোগ করে দিল শিরোপা পুনরুদ্ধারের। গত সপ্তাহে এ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে বসে তারা। যে কারণে রিয়াল জানত গেটাফেকে হারালেই বর্তমান চ্যাম্পিয়নদের থেকে অনেকটাই এগিয়ে যাবে তারা। করোনাভাইরাসের কারণে বন্ধ থাকার পর আবারও ফুটবল মাঠে গড়ালে ৬ পয়েন্ট হারায় বার্সিলোনা। এই সময়ে রিয়াল জিতেছে তাদের ছয় ম্যাচেই। কারভাহাল জানান, পুনরায় শুরুর পরই তাদের সামনে লক্ষ্য ঠিক করে দিয়েছিলেন জিনেদিন জিদান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিরতির পর কোচের বার্তা ছিল, আমাদের ১১টি ফাইনাল বাকি এবং আমাদের চেষ্টা করতে হবে ৩৩ পয়েন্ট তুলে নেয়ার। আমরা তার কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। যে কারণেই এখন আমরা সেই পথে রয়েছি।’ রিয়াল মাদ্রিদ টানা ৬ জয় পেয়েছে। অন্যদিকে বার্সিলোনা শেষ ৪ ম্যাচের তিনটিতেই ড্র করেছে। আর এখানেই ভাগ্য নির্ধারণ হয়ে গেছে বলা চলে রিয়াল মাদ্রিদের। তবে ৫ ম্যাচ হাতে রেখে পরিষ্কার ৪ পয়েন্টে এগিয়ে থাকলেও জিদান এখনও মাটিতেই রাখছেন পা। তার মতে শিরোপা এখনও অনেক দূরের পথ। গেটাফের বিপক্ষে জয়ের পর ফরাসী কোচ বলেন, ‘আরও ৩ পয়েন্টের জন্য লড়াই এবার (বিলবাও ম্যাচের কথা বলছেন জিদান), অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট। আমাদের গেটাফের বিপক্ষে জিততেই হতো। আমরা শুধু সেই কাজটাই ঠিকঠাক করেছি। তবে সমীকরণ এখনও একই। আমাদের সামনে এখনও ৫টি ফাইনাল রয়েছে। আমরা এখনও কিছুই জয় করিনি। লীগ শেষ হওয়ার আগ পর্যন্ত কোনকিছুই বলা যায় না।’ স্প্যানিশ লা লিগায় আজ আবারও মাঠে নামছে জিনেদিন জিদানের দল। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ এ্যাথলেটিক বিলবাও। প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলতে হবে রামোস-বেনজেমাদের। এই ম্যাচের আগেও বেশ সতর্ক জিনেদিন জিদান। এ ব্যাপারে ফরাসী কোচ বলেন, ‘এটাই ফুটবল। প্রত্যেক ৩ দিনেই এখানে নতুন গল্প তৈরি হয়। আমরা গেটাফের বিপক্ষে ভুগেছি, এস্পানিওলের বিপক্ষেও ভুগতে হয়েছিল। আমরা একেবারের নিচের সারির দলের সঙ্গে খেলেছি, তবে তারাও আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে এসেছে। কষ্ট ছাড়া কিছু অর্জন করা যায় না।’ বার্নাব্যুতে এই মৌসুমে দুই দলের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। দ্বিতীয় লেগের ম্যাচটা তাই স্বাভাবিকভাবেই রিয়ালের জন্য খুব গুরুত্বপূর্ণ।
×