ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ মাশরাফির

প্রকাশিত: ২২:৪০, ৫ জুলাই ২০২০

দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ মাশরাফির

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এখনও কোভিড-১৯ ‘পজিটিভ’ই আছেন। দ্বিতীয়বার যখন টেস্ট করান তাতেও ‘পজিটিভ’ই ধরা পড়ে। তবে শরীর সুস্থ আছে মাশরাফির। গত মাসে ২০ জুন কোভিড-১৯ পজিটিভ হয় মাশরাফির। পরীক্ষা করে দেখেন তাতে ‘পজিটিভ’ আসে। এরপর চলে গেছে ১৪ দিন। মাঝে মাঝে একদিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান তিনি। এরপর থেকে শারীরিক অবস্থা উন্নতির দিকেই থাকে। তবে আক্রান্ত হওয়ার ১০দিনের মাথায় পুনরায় মঙ্গলবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বুধবারই জানতে পারেন ফলাফল আবারও ‘পজিটিভ’। তবে সুস্থ আছেন তিনি। মাশরাফি যখন প্রথমবার কোভিড-১৯ পজিটিভ হলেন, কয়েকদিন পরই তার কোভিড-১৯ নেগেটিভ হওয়ার কথা ছড়িয়ে পড়ে। এমনই অবস্থা হয় নিজের অবস্থা জানাতে ফেসবুকের আশ্রয় নেন মাশরাফি। তিনি পোস্ট দেন। ২৮ জুন লিখেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পরপর টেস্ট করানোর ইচ্ছে আছে। মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভাল আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোন শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভাল থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব। আল্লাহ সহায়।’ করোনা পজিটিভ হওয়ার ১১ দিনের মাথায় মাশরাফি আবারও পরীক্ষা করান। কিন্তু এবারও তার পরীক্ষার ফল পজিটিভই হয়েছে। মাশরাফি করোনা পজিটিভ হওয়ার পর বলেছিলেন, ‘আমার রেজাল্ট কোভিড-১৯ পজিটিভ এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি-নিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।’ মাশরাফি সুস্থ থাকলেও আবার কোভিড-১৯ পজিটিভ এসেছে। মাশরাফির করোনা পজিটিভ হওয়ার সঙ্গে ক্রিকেটার নাজমুল ইসলাম অপু ও নাফিস ইকবাল এবং তাদের পরিবারের মানুষজনের করোনা পজিটিভ হওয়ার খবর আসে। অপু করোনা নেগেটিভ হয়েছেন। এমনকি তার পরিবারের সবাই করোনা নেগেটিভ হয়ে গেছেন। নাফিসের অবস্থাও একই। করোনা নেগেটিভ হয়েছেন নাফিস। কিন্তু মাশরাফি এখনও করোনা নেগেটিভ হতে পারেননি। আক্রান্ত হওয়ার ১৪ দিন হয়ে গেলেও এখন আর পরীক্ষা করাননি তিনি। ৮ জুলাই তৃতীয় দফায় পরীক্ষা করাতে পারেন মাশরাফি। মাশরাফি বলেন, ‘১০ দিনের মাথায় পরীক্ষা করিয়েছিলাম। ফল পজিটিভ আসে। ১৪ দিন হলেও ভাবলাম দুইদিন পরই আবার পরীক্ষা করিয়ে কী হবে! কয়েকদিন পর আবার পরীক্ষা করাব।’ মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মর্তুজাও পরীক্ষা করান। তার ফলও পজিটিভ আসে। তিনিও মাশরাফির সঙ্গে পরীক্ষা করাবেন। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফির চিকিৎসার দেখভাল করছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আবদুল্লাহ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মাশরাফিকে নিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আবদুল্লাহর সঙ্গে কথা বলে বাসায় থেকে চিকিৎসার ব্যবস্থা করেন।
×