ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রুবেলের দৃষ্টিতে ‘রিয়েল হিরো’

প্রকাশিত: ২২:৪০, ৫ জুলাই ২০২০

রুবেলের দৃষ্টিতে ‘রিয়েল হিরো’

স্পোর্টস রিপোর্টার ॥ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বাংলাদেশেও চরমভাবে আঘাত হেনেছে। আর এই হানায় এখন জর্জরিত পুরো দেশ। প্রতিনিয়তই বাড়ছে করোনার সংক্রমণ। করোনার সংক্রমণ ঠেকাতে লড়ে যাচ্ছেন অনেকেই। সারাবিশ্বে জোর প্রচেষ্টা চলছে এর প্রতিষেধক তৈরির। অনেক দেশেরই বিজ্ঞানীরা ভ্যাকসিন প্রস্তুতির শেষ পর্যায়ে আছেন এমন দাবি করেছেন। এবার বাংলাদেশেরও একটি প্রতিষ্ঠান থেকে ড. আসিফ মাহমুদ সম্প্রতি করোনার ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছেন। আর এই বিজ্ঞানীরাই জাতীয় দলের পেসার রুবেল হোসেনের দৃষ্টিতে ‘রিয়েল হিরো’। আসিফ মাহমুদের ঘোষণার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে হাসি-তামাশার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে এক পোস্টে এই দাবি করেন রুবেল। বাংলাদেশের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের এ্যাসিসটেন্ট ম্যানেজার এ্যান্ড ইনচার্জ ড. আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছেন, বাংলাদেশেই তারা আবিষ্কার করেছেন করোনা ভ্যাকসিন। যা খরগোশের দেহে সফলভাবে পরীক্ষা করা হয়েছে। বাজারে উন্মুক্ত করার জন্য আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। কিন্তু তার এই ঘোষণাটি নিয়ে দেশের অনেক মানুষই হাসি-তামাশা করছেন। এ বিষয়ে রুবেল প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘চীন বা আমেরিকা এই দাবি করলে এই আমরাই অভিনন্দন জানিয়ে বাংলার আকাশ বাতাস মাতিয়ে দিতাম, আসলেই আমরা এক ভন্ড জাতি। বিন্দু পরিমাণ কৃতজ্ঞতাবোধ আমাদেরই নেই, এই জন্য এদেশে জ্ঞানী মানুষ জন্মায় না, কারণ জ্ঞানীদের কদর এদেশে নেই। অনেকে হাসাহাসি করছে, ট্রলে মেতে উঠেছে যে বাংলাদেশ থেকে নাকি করোনার ভ্যাকসিন আবিষ্কার করবে! চেষ্টা তো করছে তারা, দেখা যাক না কী হয়! একটু অভিনন্দন তো তারাও পেতে পারেন। এরাই দেশের রিয়েল হিরো।’
×