ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বকাপ বাছাই ফুটবল

ভারতের বিরুদ্ধে আবারও গোল করতে চান সাদ

প্রকাশিত: ২২:৩৯, ৫ জুলাই ২০২০

ভারতের বিরুদ্ধে আবারও গোল করতে চান সাদ

স্পোর্টস রিপোর্টার ॥ সিলেটের ছেলে তিনি। বয়স ২১। উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। পেশা ফুটবলার। ২০১৫ সালে অনুর্ধ-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেই দলে ছিলেন তিনি। সেখান থেকেই শুরু তার পথচলা। তার নাম সাদ উদ্দিন। সাদের উঠে আসার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন জাতীয় দলের সাবেক ফুটবলার ওয়াহেদ আহমেদ। তিনিই সাদ উদ্দিনকে আবাহনীতে নিয়ে আসেন ২০১৬ সালে। সেই থেকে এই ক্লাবের জার্সি গায়েই খেলে যাচ্ছেন তিনি। তবে সাদ সবচেয়ে বেশি খ্যাতি কুড়ান গত বছরের ১৫ অক্টোবর। ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে ও এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ভারতের মাঠেই (কলকাতার সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত)। সেই ম্যাচে বাংলাদেশ জিততে জিততে দুর্ভাগ্যজনকভাবে শেষ মুহূর্তে গোল হজম করে ১-১ গোলে ড্র করে। ম্যাচের ৪২ মিনিটে গোল করে রাতারাতি বাংলাদেশের তারকা বনে যান সাদ। জাতীয় দলের হয়ে এটিই প্রথম ও এখন পর্যন্ত একমাত্র গোল তার (ম্যাচ : ৮)। ভারতের সঙ্গে বাংলাদেশের ফিরতি ম্যাচটি হবে আগামী ১২ নবেম্বর। এবার নিজেদের মাঠে ভারতের বিপক্ষে খেলবেন জামাল ভুঁইয়া-সাদ উদ্দিনরা। এই ম্যাচ নিয়ে কি ভাবছেন সাদ? ‘আমার মনে হয় সেই ম্যাচে আমরা দুই দলই খুব ভাল স্কোয়াড নিয়ে নেমেছিলাম। আমাদের বর্তমান যে স্কোয়াড আছে আশাকরি যদি আমরা আমাদের আশানুরূপ পারফর্মেন্স ও ফর্ম ধরে রাখতে পারি, ভারতের সঙ্গে আমি জয়ের সম্ভাবনা দেখি। ম্যাচটি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তাছাড়া নিজের মাঠে খেলা হওয়ায় আমরা একটু বাড়তি সুবিধাতো অবশ্যই পাব।’ ভারতের বিপক্ষে গত ম্যাচে ভারতের মাটিতে সাদের একটি গোল রয়েছে। আর এবার তো নিজেদের মাঠে খেলা। নিশ্চয়ই এ নিয়ে কোন পরিকল্পনা আছে সাদের? এ প্রসঙ্গে সাদের ভাষ্য, ‘নিজেদের মাঠে খেলা বরাবরই গুরুত্বপূর্ণ, তাছাড়া ভারতের বিপক্ষে খেলাটা নিঃসন্দেহে সামান্য বাড়তি উত্তেজনা বহন করে। আমরা অবশ্যই শতভাগ প্রস্তুতি নিয়ে মাঠে জয়ের জন্যই নামব। ব্যক্তিগতভাবে অবশ্যই গত ম্যচের মতো স্কোর করে দলকে এগিয়ে দিতে চাই এবং ম্যাচের সম্পূর্ণ তিন পয়েন্ট অর্জনই আমাদের লক্ষ্য।’ আগামী ৮ অক্টোবর থেকে ‘ফিফা ওয়ার্ল্ডকাপ ২০২২, কোয়ালিফায়ার্স’-এর ম্যাচ পুনরায় শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ নিশ্চিত করা হয়েছে। আগের ব্রিটিশ কোচ জেমি ডেকেই রেখে দেয়া হয়েছে। তার চুক্তি নবায়ন করা হয়েছে আরও দুই বছরের জন্য। স্বাস্থ্যবিধি মেনে আগস্টের প্রথম সপ্তাহ থেকে ফুটবলারদের আবাসিক ক্যাম্প শুরুর কথা রয়েছে। বাফুফে প্রাথমিকভাবে আগস্টের প্রথম সপ্তাহে ৪৪ খেলোয়াড় এবং কোচিংকর্মীদের ডাকার সিদ্ধান্ত নিয়েছে, যারা ১০ থেকে ১৫ দিনের জন্য পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন থাকবে এবং শিবিরটি শুরুর আগে সবাই কোভিড-১৯ টেস্ট করবে। এরপরে প্রায় ৩০ থেকে ৩৫ খেলোয়াড় চূড়ান্ত শিবিরের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হবেন। বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ০-১ ব্যবধানে হারে। এরপর কাতারের বিপক্ষে ০-২ গোলে হারে। তৃতীয় ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে। চতুর্থ ম্যাচে ওমানের কাছে ১-৪ গোলে হারে। পাঁচ দলের গ্রুপে (‘ই’) এখন কাতার আছে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এবং বাংলাদেশ চার ম্যাচের এক পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে। অন্যদের মধ্যে ওমান ১২, আফগানিস্তান ৪ এবং ভারত ৩ পয়েন্ট অর্জন করেছে।
×