ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিপূর্ণ ॥ প্রাণহানির শঙ্কা

প্রকাশিত: ২২:২৭, ৫ জুলাই ২০২০

বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিপূর্ণ ॥ প্রাণহানির শঙ্কা

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৪ জুলাই ॥ চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকায় ৩৩ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক খুঁটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ওই ইউনিয়নের পূর্ব ভাটিখাইন এলাকার পিডিবির খুঁটি থেকে যে কোন সময় দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কা রয়েছে। ৩৩ হাজার ভোল্টের খুঁটির নিচ থেকে লতাগুল্ম টাওয়ারের ওপর পর্যন্ত পৌঁছে গেছে। গ্রামবাসীর অভিযোগ বিদ্যুত বিতরণ বিভাগের (পিডিবি) অবহেলার কারণে তাদের এলাকার বিদ্যুত খুঁটি এখন ঝুঁকিপূর্ণ। এটি পিডিবির দোহাজারী সাব-স্টেশনের লাইন। জানা গেছে, পিডিবির অবহেলার কারণে উপজেলার ভাটিখাইন এলাকার ৩৩ হাজার ভোল্টের বিদ্যুত খুঁটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। টাওয়ারের নিচ থেকে বিভিন্ন লতাপাতা ওপরে উঠে গেছে। লতাপাতা ছাড়াও পার্শ্ববর্তী গাছের ঢাল বিদ্যুততের খুঁটির তার ছুঁয়ে গেছে। স্থানীয় ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম জানিয়েছেন, পিডিবির বৈদ্যুতিক খুঁটির কারণে তাদের এলাকার হারনাপাড়া এলাকাটি ঝুঁকিপূর্ণ। যে কোন সময় দুর্ঘটনা হলে ৫০ পরিবারে ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় দুই বছর আগে টাওয়ারের পুরাতন তার পরিবর্তন করে নতুনভাবে লাগানো হলেও বর্তমানে লতাপাতার কারণে টাওয়ার ঝুঁকিপূর্ণ। অথচ একটি সাইনবোর্ডে লেখা রয়েছে ৩৩ হাজার ভোল্টের খুঁটি বিপজ্জনক। গ্রামবাসী সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।
×