ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যৌতুকের জন্য নির্যাতন ॥ স্বামী গ্রেফতার

প্রকাশিত: ২২:২৫, ৫ জুলাই ২০২০

যৌতুকের জন্য নির্যাতন ॥ স্বামী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৪ জুলাই ॥ বগুড়ার আদমদীঘিতে যৌতুকের দাবি ও নির্যতনের ঘটনায় স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী হামিদুল ইসলামকে (২৭) শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের রেজাউল করিম বুলুর ছেলে হামিদুল ইসলামের সঙ্গে একই উপজেলার কালাইকুড়ি গ্রামের মতিউর রহমানের কন্যা মারুফা আক্তারের বিয়ে হয় গত ৩ বছর পূর্বে। দাম্পত্য জীবনে তাদের ৮ মাসের একটি সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে মারুফার নিকট তার স্বামী ৫ লাখ টাকার যৌতুক দাবি করে আসছে। রাজি না হওয়ায় প্রায়ই শারীরিকভাবে স্ত্রীকে নির্যাতন করে। এর ধারাবাহিকতায় ১০ জুন মারুফার নিকট যৌতুকের টাকা দাবি করে। কিন্তু বাবা-মায়ের নিকট দাবিকৃত যৌতুকের টাকার কথা বলতে অস্বীকৃতি জানায়। এতে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে স্বামী হামিদুল স্ত্রীকে অমানুষিক নির্যাতন করে। ফলে মারুফা গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসা শেষে শুক্রবার রাতে আদমদীঘি থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পুলিশ ওই রাতেই স্বামী হামিদুল ইসলামকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে পাঠিয়েছে।
×