ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যশোর-৬ আসনে উপনির্বাচন দ্রুত সম্পন্নের দাবি

প্রকাশিত: ২২:২৫, ৫ জুলাই ২০২০

যশোর-৬ আসনে উপনির্বাচন দ্রুত সম্পন্নের দাবি

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ৪ জুলাই ॥ যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে স্থগিত করা উপনির্বাচন দ্রুত সম্পন্নের দাবিতে শনিবার সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার সকালে কেশবপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে সুশীল সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিরা এক সংবাদ সম্মেলন করে নির্বাচনের দাবি জানিয়েছেন। গত ২৯ মার্চ কেশবপুর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের কারণে নির্বাচন কমিশন গত ২১ মার্চ এ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করেন। সংবাদ সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী বক্তব্যে বলেন, যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের প্রয়াত এমপি ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি মৃত্যুবরণ করায় দীর্ঘদিন ধরে সংসদীয় এলাকাটি অভিভাবক শূন্য হয়ে পড়েছে। উপস্থিত ছিলেন কেশবপুর বাজার বণিক সমিতির সভাপতি ও সংবাদ সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নাসির আহম্মেদ গাজী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অধ্যাপক মশিউর রহমান, সুশীল সমাজ প্রতিনিধি মুক্তিযোদ্ধা মনি মোহন ধর, খেলাঘর আসরের উপজেলা আহ্বায়ক আব্দুল মজিদ, নাগরিক সমাজের নেতা মফিজুর রহমান নান্নু, বণিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ব্যবসায়ী প্রতিনিধি শেখ শাহিনুর রহমান, স্বেচ্ছাসেবী সংস্থা প্রভাতী সমাজ কল্যাণ সংস্থার সমন্বয়কারী বাবুল আক্তার প্রমুখ।
×