ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রকাশিত: ২২:২৩, ৫ জুলাই ২০২০

নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ নরসিংদীর শিবপুরে মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে শিবপুর উপজেলার শাষপুর গ্রামে। নিহত বড় ভাই মোহাম্মদ আলী বিজয় ওরফে রিফাত (১৭)। সে উপজেলার শাষপুর (শহীদ মিনার সংলগ্ন) এলাকার আবদুর রশিদের ছেলে। পুলিশ জানায়, নিহতের ছোট ভাই হিমেল (১৫) নিজের টাকা দিয়ে একটি মোবাইল ফোন কেনার তিন দিন পর মোবাইলটি হারিয়ে যায়। এতে হিমেল তার বড় ভাই রিফাতকে সন্দেহ করে এবং তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। শনিবার ভোরে নিজ বাড়িতে হিমেল তার বড় ভাই রিফাতকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর সে প্রথমে তার চাচাকে খুনের ঘটনা জানায় এবং বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। সাতক্ষীরায় কৃষকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, সাতক্ষীরায় দুলাল চন্দ্র ঘোষ নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ঝড়গাছা গ্রামের মুকুন্দ ঘোষের বেলতলা থেকে এই লাশটি উদ্ধার করা হয়। নিহত দুলাল চন্দ্র ঘোষ (৫০) ঝড়গাছা গ্রামের পদ্ম চন্দ্র ঘোষের ছেলে। পাটকেলঘাটার ধানদিয়া ইউপি সদস্য বিশ্বজিৎ ঘোষসহ নিহতের স্বজনরা জানান, সকালে ঝড়গাছা গ্রামের মুকুন্দ ঘোষের বেলতলায় কৃষক দুলাল ঘোষের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত দুলাল ঘোষের মাথা ও মুখমন্ডল রক্তাক্ত ছিল। লালপুরে নারী সংবাদদাতা লালপুর থেকে জানান, পদ্মা নদী থেকে অজ্ঞাত (৩০) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মমিনপুর এক ইটভাঁটির নিকট পদ্মা নদীর পানি থেকে ভাসমান অবস্থায় লালপুর থানা পুলিশ ওই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে বলে জানা যায়। লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি । তবে তার আনুমানিক বয়স ৩০ বছর।
×