ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালকিনিতে অস্ত্রসহ সরকারী কর্মচারী আটক

প্রকাশিত: ২২:১৮, ৫ জুলাই ২০২০

কালকিনিতে অস্ত্রসহ সরকারী কর্মচারী আটক

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৪ জুলাই ॥ কালকিনিতে সবুজ তালুকদার নামের একজন সরকারী কর্মচারীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। সে গাজীপুর ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজের কম্পিউটর অপারেটর এবং উপজেলার আলীনগর এলাকার ফুলবাড়িয়া গজারিয়া গ্রামের হাচেন তালুকদারের ছেলে। শুক্রবার রাত ১টার দিকে তাকে আটক করা হয়। জানা গেছে, পুলিশ রাতব্যাপী অভিযান চালিয়ে সবুজ তালুকদার নিজ বাড়ি থেকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১৩টি রামদা, দুটি ঢাল ও ১১টি প্লাস্টিকের লাঠি উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে জেলহাজতে প্রেরণ করেন। পটিয়ায় ছিনতাইকারী নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, চট্টগ্রামের পটিয়ায় অস্ত্রসহ ছিনতাইকারীর এক হোতাকে পুলিশ গ্রেফতার করেছেন। তার নাম রাজু প্রকাশ গুলি রাসেল (২৭)। সে পটিয়া পৌরসভার বাসিন্দা মৃত জাফর আহমদের পুত্র। গুলি রাসেলের কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি ও ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে তার গ্রামের বাড়ি পটিয়া পৌরসভার সুচক্রদন্ডী গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করে পুলিশ। এর আগে পুলিশ দুপুরে পটিয়া বাইপাস সড়ক এলাকা থেকে গুলি রাসেলকে গ্রেফতার করে।
×