ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাচ্চাদের সাবান দিয়ে হাত ধুতে বলুন

প্রকাশিত: ২১:৫৪, ৫ জুলাই ২০২০

বাচ্চাদের সাবান দিয়ে হাত ধুতে বলুন

বাচ্চাদের সব সময় সাবান দিয়ে হাত ধুতে উৎসাহিত করতে হবে। হ্যান্ড স্যানিটাইজার বাচ্চাদের জন্য ঠিক নয়। হ্যান্ড স্যানিটাইজারে ইথাইল অ্যালকোহল থাকায় বারবার ব্যবহারে বাচ্চাদের ক্ষেত্রে poisoning হতে পারে। ইথানল poisoning এ বাচ্চা গ্লুকোজ স্বল্পতায় ভুগে থাকে। নার্ভের এটাক্সিয়া রোগ হয়। সুতরাং বাচ্চাকে সব সময় সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করাতে হবে। সাবান খুবই নির্ভরযোগ্য। জীবাণু সাবানে পুরাপুরি মরে যায়। ডাঃ এটিএম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×