ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রেলপথ সচিবের ঈশ্বরদী জংসন স্টেশন উন্নয়ন কাজ পরিদর্শন

প্রকাশিত: ২১:১৪, ৪ জুলাই ২০২০

রেলপথ সচিবের ঈশ্বরদী জংসন স্টেশন উন্নয়ন কাজ পরিদর্শন

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ প্রধানমন্ত্রী রেলকে সবচেয়ে উন্নত ও আরামদায়ক যোগাযোগ মাধ্যমে পরিণত করতে চান। তাই তিনি এই সেবা মূলক বিভাগ বাংলাদেশ রেলওয়েকে একটি আন্তর্জাতিক মানের সবচেয়ে ভাল আন্তঃদেশীয় যোগাযোগের মাধ্যমে পরিণত করার নির্দেশ দিয়েছেন । ইতিমধ্যে তাঁর দেওয়া নির্দেশনা মতে ঘরে ঘরে রেল যোগাযোগ ও সেবা পৌঁছে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মকর্তারা কাজ শুরু করেছেন। শনিবার বিকেলে রেলপথ মন্ত্রনালয়ের সচিব সেলিম রেজা রুপপুর পরমানু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সংযোগ রেললাইন প্রকল্পের অধিনে চলমান ঈশ্বরদী জংসন স্টেশন উন্নয়ন কাজ পরিদর্শন কালে সাংবাদিকদের নিকট এসব তথ্য উপস্থাপন করেন। এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম মিহির কান্তি গুহ, প্রধান প্রকেকৗশলী এ,এফ,এম,মাসুদুর রহমান, পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, পাকশীর ডিআরআম আসাদুল হক, পাকশী রেলওয়ে পুলিশ সুপার শাহাব উদ্দিন, ঈশ্বরদী উপজেলা চেয়াম্যান নুরুজ্জামান বিশ্বাস, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদীর অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, ইউএনও শিহাব রায়হান, রেলওয়ের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল আলম, বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহিম, বিভাগীয় পরিবহণ কর্মকর্তা নাসির উদ্দিন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে ঈশ্বরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কোভিড-১৯ রোধ কল্পে ইউএনও শিহাব রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনি ময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রেলপথ মন্ত্রনালয়ের সচিব সেলিম রেজা । তিনি করোনা ভাইরাস প্রতিরোধের উপর জোর তাগিদ এবং করোনা পরীক্ষার প্রয়োজনীয় কীট কেনার জন্য নির্দেশ দেন। পরে বিকেলে তিনি রুপপুর পরমানু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সংযোগ রেললাইন প্রকল্পের বিভিন্ন অংশ পরিদর্শণ করেন।
×