ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেবীগঞ্জে গরিব-মেধাবী ৩শ‘ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ

প্রকাশিত: ২১:০৯, ৪ জুলাই ২০২০

দেবীগঞ্জে গরিব-মেধাবী ৩শ‘ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার গরীব মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ ছাড়াও রেলপথ মন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ৮৭ জন দুস্থ্য ও গরীবদের মাঝে আর্থিক অনুদানের ৪ লক্ষ ৩৫ হাজার টাকা এবং উপজেলার ৪টি মসজিদ ও ২টি মন্দিরে ২ লক্ষ ৭৫ হাজার টাকা বিতরন করা হয়। একই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৫টি পরিবারের মাঝে ২ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করা হয়েছে। শনিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি প্রধান অতিথি হিসাবে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় উপজেলার গরিব, মেধাবী ৩শ‘ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে মন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিভিন্ন মসজিদ, মন্দির এবং গরিব-দুস্থদের আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার সাদাত স¤্রাট, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান ও দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দীন চৌধুরী।
×