ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধামইরহাটে একটি পুকুর গ্রাস করছে বিদ্যালয়ের রাস্তা

প্রকাশিত: ২০:৪৭, ৪ জুলাই ২০২০

ধামইরহাটে একটি পুকুর গ্রাস করছে বিদ্যালয়ের রাস্তা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর ধামইরহাটে ১৩২ জন শিশু শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র রাস্তা গ্রাস করছে একটি পুকুর । পুকুরের মালিকদের অবহেলায় গুরুত্বপূর্ণ রাস্তাটি পুকুরের আগ্রাসনে হারিয়ে যেতে বসেছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে শিশু শিক্ষার্থীরা, শিক্ষকসহ এলাকাবাসীকে ভোগান্তিতে পড়তে হবে। কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রোকসানা মনি বলেন, বর্ষা মৌসুমে পুকুরের পানিতে রাস্তা ও পুকুর একাকার হয়ে যায়। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। রাস্তা পাকাকরণ ও পুকুরে গাইড ওয়াল নির্মাণের জন্য দুই দফা সংশ্লিষ্ট দফতরের আবেদন করেও কোন সুফল পাওয়া যায়নি। এলজিইডি ধামইরহাট উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন বলেন, রাস্তা বা বিদ্যালয়ের পার্শে পুকুর করতে হলে অবশ্যই পুকুরের পাড় শক্তভাবে বাঁধতে হবে। তাছাড়া পুকুরের পানি যেন রাস্তা বা অন্য কোন স্থাপনাকে ঝুঁকিতে ফেলতে না পারে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তারপরও ব্যক্তি মালিকানার পুকুর রাস্তা ও অন্য কোন স্থাপনার ক্ষতি করলে ভুক্তভোগিগণ সংশ্লিষ্ট দফতরে অভিযোগ করলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শন করেছি। রাস্তা ও বিদ্যালয়ের সীমানা পুকুরে ভেঙ্গে যাচ্ছে। রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নেয়া হলেও প্রধান শিক্ষকের অসহযোগিতায় তা বাস্তবায়ন করা যাচ্ছে না।
×