ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইয়াবার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবেনা

প্রকাশিত: ১৯:৫৯, ৪ জুলাই ২০২০

ইয়াবার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবেনা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ইয়াবার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবেনা বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি। কক্সবাজার জেলা পুলিশ মাদকের বিরুদ্ধ কঠোর ভূমিকা রাখছে। টেকনাফ থানা পুলিশ মাদকের সংশ্লিষ্টতার প্রমাণ পেলেই চালিয়ে যাচ্ছে অভিযান। করোনা ভাইরাসকে পুঁজি করে উপকূলীয় এলাকায় ফের মাদক সরবরাহ বৃদ্ধি পাওয়ায় তিনি জনগণকে সচেতন করতে উদ্যোগ নেন। এ লক্ষ্যে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ টেকনাফ সদর মহেশখালিয়া পাড়ার স্কুলের সামনে আজ শনিবার বিকেলে মাদক বিরোধী সচেতনতামূলক এক সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, মাদক হচ্ছে সকল অপকর্মের মূল। আমরা এই মাদকের করালগ্রাস থেকে টেকনাফ বাসীকে রক্ষা করতে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তাই আপনারা মাদক থেকে নিজেরা সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন। সঠিক তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন। প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। সে যত বড় নেতা বা ধনবান শক্তিশালী হোক না কেন যদি মাদকের সঙ্গে জড়িত থাকে, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
×