ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারী উত্তরা ইপিজেডের চীনা নাগরিনক সহ আরও ১৩ জন করোনা আক্রান্ত

প্রকাশিত: ১৪:২৫, ৪ জুলাই ২০২০

নীলফামারী উত্তরা ইপিজেডের চীনা নাগরিনক সহ আরও ১৩ জন করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ নীলফামারীতে নতুন করে এক চীনা নাগরিক সহ ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নীলফামারী উত্তরা ইপিজেডে ৬ জন চীনা নাগরিক সহ আক্রান্ত হয়েছে ১৪ জন। আর জেলায় অঅক্রান্তের সংখ্যা ৩৬৬ হলো। আজ শনিবার সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন করে পজিটিভদের মধ্যে এক চীনা নাগরিক সহ ৮ উত্তরা ইপিজেডের ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানীর। এর আগে ২ জুলাই উত্তরা ইপিজেডের ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানীর ৪ জন চীনা নাগরিক, ২৯ জুন একজন চীনা নাগরিক ও ২২ জুন একই কোম্পানীর ওয়ারহাউজের একজন কর্মকর্তার করোনা পজিটিভ হয়। তারা সকলেই চিকিৎসাধীন ও সুস্থ রয়েছেন। এ ছাড়া নতুন করে আক্রান্তদের মধ্যে জেলা শহরের নিউবাবুপাড়ায় ১ জন ও জলঢাকা উপজেলায় ৪ জন রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র মতে, এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৬৬জন। এর মধ্যে সদরে রয়েছেন ১২৩ জন, জলঢাকা উপজেলায় ৭২ জন, ডিমলা উপজেলায় ৫১ জন, সৈয়দপুর উপজেলায় ৫১ জন, ডোমার উপজেলায় ৪০ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ২৯ জন রয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে ২৭৫ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ১ নারীসহ ৭ জন।
×