ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা ভাইরাস ॥ চবি ক্যাম্পাস লকডাউন

প্রকাশিত: ১৩:০১, ৪ জুলাই ২০২০

করোনা ভাইরাস ॥ চবি ক্যাম্পাস লকডাউন

অনলাইন রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দুই সপ্তাহের জন্য অবরুদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার রাতে সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান জানান। তিনি জানান, করোনা ভাইরাসের দ্রুত সংক্রমণের আশংকায় শনিবার সকাল হতে ১৭ জুলাই পর্যন্ত ক্যাম্পাস ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে। "এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউট অফিস হতে পরিচালিত হবে।" বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রবিউল হাসান ভূইয়া জানান, ক্যাম্পাসে কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৩ জন। এ রোগীর সংখ্যা প্রতিদিন ৩-৪ জন করে বেড়ে যাচ্ছে। লকডাউন না করলে সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ার আংশকা ছিল। তিনি বলেন, লকডাউনের মধ্যে খাবার-ওষুধ কেনা ছাড়া বাইরে বের হওয়া নিষেধ। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া ক্যাম্পাসে সব বন্ধ থাকবে।
×