ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা ছাড়লেন আরও ১৬৯ ভারতীয় নাগরিক

প্রকাশিত: ০০:৩১, ৪ জুলাই ২০২০

ঢাকা ছাড়লেন আরও ১৬৯ ভারতীয় নাগরিক

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশে অবস্থানরত আরও ১৬৯ ভারতীয় নাগরিক দিল্লী ফিওে গেছেন। শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। খবর বাংলানিউজের। ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, শুক্রবার এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে ১৬৯ ভারতীয় নাগরিক দিল্লী ফিওে গেছেন। এসব নাগরিক করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বাংলাদেশে আটকে ছিলেন। বাংলাদেশে আটকেপড়া ভারতীয়দের ৮ মে থেকে পর্যায়ক্রমে সরিয়ে নেয়া হচ্ছে। প্রথম পর্যায়ে এয়ার ইন্ডিয়ার সাতটি ফ্লাইটে ভারতীয় নাগরিকদের শ্রীনগর ৮, ১২ ও ১৩ মে, দিল্লী ৯ ও ১১ মে, মুম্বাই ১০ মে ও চেন্নাই ১৪ মে নিয়ে যাওয়া হয়। প্রতিটি ফ্লাইটে প্রায় ১৭০ যাত্রী ছিলেন।
×