ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে এক লাখ ১৫ হাজার ইউএস ডলারসহ তিনজন আটক

প্রকাশিত: ০০:৩০, ৪ জুলাই ২০২০

যশোরে এক লাখ ১৫ হাজার ইউএস ডলারসহ তিনজন আটক

স্টাফ রিপোর্টার, যশোর ॥ যশোরের খাজুড়া বাসস্ট্যান্ড হতে ১ লাখ ১৫ হাজার ইউএস ডলারসহ ৩ জনকে আটক করেছে যশোর বিজিবির ৪৯ ব্যাটালিয়নের একটি টহল দল। যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, বেশ কয়েকটি হুন্ডি চোরাকারবারি চক্র দীর্ঘদিন যাবত যশোর-বেনাপোল রোডে চোরাচালানি কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ৩টার দিকে যশোর বিজিবির বিশেষ দল বেনাপোল সীমান্ত হতে যশোর- ঢাকাগামী একটি প্রাইভেটকারবাহী চোরাচালানি দলকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে ১ লাখ ১৫ হাজার ইউএস ডলারসহ প্রাইভেটকার উদ্ধার করে। যার মূল্য বাংলাদেশী টাকায় ১ কোটি ২২ লাখ। আটককারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারির সঙ্গে দীর্ঘদিন যাবত জড়িত বলে স্বীকার করে। আটকরা হলো শার্শার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরকারের পুত্র মোঃ শাহ আলম (৩৫), রামচন্দ্রপুর গ্রামের আব্দুস সালামের পুত্র মাসুদ রানা (২৮) ও রামচন্দ্রপুরের গাজীপুর গ্রামের আব্দুল বারীর ছেলে জাকির হোসেন। এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
×