ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রামোসের বীরত্বে শিরোপার পথে রিয়াল

প্রকাশিত: ২৩:৩৯, ৪ জুলাই ২০২০

রামোসের বীরত্বে শিরোপার পথে রিয়াল

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে সেরা ও মর্যাদার আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ। এই আসরের শিরোপা অনেকটা ডালভাতে পরিণত করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গ্যালাক্টিকোরা সর্বোচ্চ ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছে। এর মধ্যে গত মৌসুমের আগে জিতেছে ঐতিহাসিক হ্যাটট্রিক শিরোপা। চ্যাম্পিয়ন্স লীগে যেখানে বলেকয়ে শিরোপা জয় করে রিয়াল সেখানে স্পেনের ঘরোয়া লীগ লা লিগায় বড্ডই বেমানান তারা। পরিসংখ্যানই এ সাক্ষ্য দিচ্ছে। লা লিগায় রিয়াল সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছে ২০১৬-১৭ মৌসুমে। এর আগে ব্লাঙ্কোসরা ট্রফি জিতেছিল সেই ২০১২ সালে। এরপর আর শিরোপা উঁচিয়ে ধরা হয়নি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ক্লাবটির। তবে এবার দীর্ঘ আট বছরের মধ্যে তৃতীয়বার ট্রফির সুবাস পেতে শুরু করেছে ঐতিহ্যবাহী দলটি। লীগের আর মাত্র পাঁচ রাউন্ড বাকি আছে। এরই মধ্যে শিরোপা প্রতিদ্বন্দ্বী বার্সিলোনার চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেছে রিয়াল। বৃহস্পতিবার রাতে ৩৩তম রাউন্ডের ম্যাচে অতিথি গেটাফেকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। অনুশীলন মাঠ আলফ্রেডো ডি স্টেফানোতে রিয়ালের জয়সূচক গোলদাতা অধিনায়ক সার্জিও রামোস। এর মধ্য দিয়ে রিয়াল ও স্পেনের হয়ে টানা ২১ পেনাল্টিতে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন তারকা এই ডিফেন্ডার। বর্তমানে ৩৩টি করে ম্যাচ শেষে ৭৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল। ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা। বাকি পাঁচ ম্যাচের মধ্যে আর চারটিতে জয় পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে গ্যালাক্টিকোদের। আরও আগেই নিশ্চিত হতে পারে, সেক্ষেত্রে লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের হোঁচট খেতে হবে। ম্যাচের শুরুতে বেশ পরীক্ষা দিতে হয় রিয়াল গোলরক্ষক থিবু কোর্তোয়াকে। বেলজিয়ান গোলরক্ষক ম্যাচের প্রথম ১২ মিনিটে তিনটি সেভ করে রিয়ালের গোলপোস্ট অক্ষত রাখেন। দুর্দান্ত খেলতে থাকা গেটাফে প্রায় রুখে দিয়েছিল জিনেদিন জিদানের দলকে। প্রথমার্ধে গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায় দু’দল। বিরতির পর ভুল করে বসেন গেটাফের উরুগুইয়ান ডিফেন্ডার ম্যাথিয়াস অলিভেরা। ৭৮ মিনিটে রিয়ালের স্প্যানিশ ডিফেন্ডার ডানি কারভাহালকে ফাউল করেন তিনি। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পরের মিনিটে স্পট কিক থেকে মহামূল্যবান গোল করেন রামোস। এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়েন রিয়াল। ম্যাচ শেষে রিয়াল কোচ জিদান বলেন, মাঠ ও মাঠের বাইরে আমাদের অধিনায়কই আমাদের নেতা।
×