ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টেকনাফ স্থলবন্দরে গত মাসে ১৭ কোটি টাকার রাজস্ব আদায়

প্রকাশিত: ২৩:২৭, ৪ জুলাই ২০২০

টেকনাফ স্থলবন্দরে গত মাসে ১৭ কোটি টাকার রাজস্ব আদায়

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফ স্থলবন্দরে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় সাড়ে আট কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। করোনা পরিস্থিতিতেও কাস্টমস কর্মকর্তাগণ জুন মাসে ১৬ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার টাকা রাজস্ব আদায় করেছেন। যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ৮ কোটি ৪১ লাখ ৬৬ হাজার টাকা বেশি। শুক্রবার রাজস্ব আদায়ের এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবছার উদ্দিন। তিনি বলেন, ২০১৯-২০ অর্থবছরের জুন মাসে ২৩২টি বিল অব এন্ট্রির মাধ্যমে ১৬ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। মিয়ানমারে রফতানি হয়েছে ৪৯টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে ১ কোটি ৬৩ লাখ ৪১ হাজার টাকার দেশী পণ্য। এদিকে জুন মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিল ৮ কোটি ৫২ লাখ টাকা। জুন মাসে আদায় হওয়া রাজস্ব ওই মাসিক লক্ষ্যমাত্রার চেয়েও ৮ কোটি ৪১ লাখ ৬৬ হাজার টাকা বেশি আদায় হয়েছে। এতে মিয়ানমারের পণ্য আমদানি হয়েছে ২৮ কোটি ৯০ লাখ ৪০ হাজার টাকার। এছাড়া গত মাসে শাহপরীর দ্বীপ করিডোরে ৫ হাজার ২১৩টি গরু, ৩ হাজার ৩১২টি মহিষ আমদানি করে ৪২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা রাজস্ব আদায় হয়েছে। শুল্ক কর্মকর্তা আবছার উদ্দিন আরও বলেন, জুন মাসে মিয়ানমার থেকে পণ্য আমদানি বেশি হওয়ায় টার্গেটের চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে।
×