ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে প্রশিক্ষণ

প্রকাশিত: ২২:২২, ৪ জুলাই ২০২০

বিনামূল্যে প্রশিক্ষণ

নতুন উদ্যোগ হাতে নিয়েছে মাইক্রোসফট। ২০২০ সালের শেষ নাগাদ বিশ্বজুড়ে প্রায় আড়াই কোটি মানুষকে ডিজিটাল-দক্ষতায় প্রশিক্ষিত করে তুলতে চাইছে সফটওয়্যার জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। উদ্যোগের অংশ হিসেবে লিঙ্কডইন লার্নিং, মাইক্রোসফট লার্ন এ্যান্ড গিটহাব লার্নিং ল্যাবের শিক্ষামূলক কনটেন্টে বিনামূল্যে প্রবেশাধিকার দেয়ার ব্যবস্থা করবে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ বলেছেন, ছয় মাসে কয়েকবার পরিবর্তনের মধ্য দিয়ে গেছে বিশ্ব, এরমধ্যে রয়েছে এক মহামারী যার কারণে বিশ্বে শুরু হয়েছে অর্থনৈতিক সঙ্কট। সমাজ আবার কাজ শুরু করলেও জানুয়ারির মতো আর অর্থনীতি দেখা যাবে না জুলাইয়ে। প্রায় এক চতুর্থাংশ মার্কিন শ্রমিক, চার কোটি ২০ লাখ মানুষ গত দুই মাসে বেকার হিসেবে নাম লিখিয়েছেন। গত এপ্রিল মাসে ইকোনমিক পলিসি ইনস্টিটিউটের জরিপ জানিয়েছে, প্রকৃত বেকারত্বের হার অনেক বেশি, নাম নথিভুক্ত করেছেন সে তুলনায় অল্প কিছু মানুষ। তিনি বলেন, নিরাপদ ও সফল অর্থনৈতিক অবস্থা ফিরে পেতে নতুন চাকরি পেতে যে ডিজিটাল দক্ষতা প্রয়োজন সেগুলোয় প্রবেশাধিকার বাড়াতে হবে। মাইক্রোসফট জানিয়েছে, চাহিদা রয়েছে এমন চাকরি খুঁজে বের করবে উদ্যোগটি, বিনামূল্যে ডিজিটাল প্রশিক্ষণে প্রবেশাধিকার দেবে এবং ওই পদের জন্য যে যোগ্যতা লাগবে তার জন্য মানুষকে প্রশিক্ষণ পেতে সহায়তা করবে। -সিনেট।
×