ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক বিমান চলাচলে ভারত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল

প্রকাশিত: ২২:২০, ৪ জুলাই ২০২০

আন্তর্জাতিক বিমান চলাচলে ভারত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাজনিত পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ভারত। আগামী ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ডিরেক্টর জেনারেল অব সিভিল এ্যাভিয়েশন (ডিজিসিএ)। শুক্রবার সংস্থার উপ-মহাপরিচালক সুনীল কুমার একটি নির্দেশিকা জারি করে এ কথা জানান। এর আগে এ নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ১৫ জুলাই পর্যন্ত। খবর এনডিটিভির। করোনা সংক্রমণের জেরে ভারতে গত ২৩ মার্চ থেকে বন্ধ রাখা রয়েছে আন্তর্জাতিক বিমান পরিসেবা। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩১ জুলাই পর্যন্ত আংশিক লকডাউনের সময়সীমা বাড়িয়েছে। তাতে ছাড় দেয়া হয়নি আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রেও। তার জেরেই ৩১ জুলাই পর্যন্ত এ নিষেধাজ্ঞার মেয়দ বাড়াল ডিজিসিএ। ওই তারিখ পর্যন্ত ভারত থেকে আন্তর্জাতিক বিমান যেমন যাবে না তেমনি অন্য দেশের বিমানকে ভারতে নামতেও দেয়া হবে না। দেশটির কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচলের এক কর্মকর্তা জানান, ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমানের ওপরে নিষেধাজ্ঞা বহাল থাকলেও বন্দে ভারত মিশনের বিমানগুলো পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী। এছাড়া কোনও বিমানকে যদি ডিজিসিএ অনুমোদন দেয়, সেই বিমান চলায় কোনও বাধা নেই। অন্যদিকে, যাত্রী পারাপার বন্ধ থাকলেও পণ্য পরিবহনের ওপরে কোনও রকম নিষেধাজ্ঞা জারি করেনি ডিজিসিএ। আগের মতোই ওই সব আন্তর্জাতিক কার্গো বিমান চলবে।
×