ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আগামী মাসে করোনা টিকা বাজারে আনবে ভারত

প্রকাশিত: ২২:১৪, ৪ জুলাই ২০২০

আগামী মাসে করোনা টিকা বাজারে আনবে ভারত

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এরই মধ্যে স্বস্তির খবর দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটি সুস্থতার রেকর্ড গড়েছে। পাশাপাশি আগামী মাসে করোনার টিকা বাজারে আনার ঘোষণা দিয়েছে ভারত। এদিকে ওয়াল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছেন ৫ লাখ ২৬ হাজার ৪০৮ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ১০ লাখ ৮৫ হাজার ৫৪৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৬২ লাখ ১০ হাজার ৯৮৮ জন। খবর সিএনএন, বিবিসি, রয়টার্স, আলজাজিরা, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও সিনহুয়ার। সুস্থতার রেকর্ড ভারতে ॥ দেশটিতে লকডাউন ‘আনলক ২’ এ গেল সোমবার থেকে। এরপর থেকে করোনাভাইরাস পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ২১ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। একদিনে এত বেশি সংক্রমণ আগে কখনও হয়নি। একই সময়ে সুস্থতার রেকর্ডও হয়েছে, ২০ হাজার ৩২ জন করোনা জয় করেছেন একদিনে। নতুন করে আরও ২০ হাজার ৯০৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে মহারাষ্ট্রেই শনাক্ত হয়েছে রেকর্ড ৬ হাজার ৩২৮ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৬ লাখ ২৫ হাজার ৫৪৪ জন। সারাদেশে ২৪ ঘণ্টায় ৩৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ১৮ হাজার ছাড়িয়েছে। ১৮ হাজার ২১৩ জনের মৃত্যুর দিনে রেকর্ড সংখ্যক সুস্থ হয়েছেন। সুস্থতার হার অর্ধেকের বেশি, ৬০.৭২ শতাংশ। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন মোট ৩ লাখ ৭৯ হাজার ৮৯২ জন। এদিকে দেশটির তৈরি প্রথম করোনাভাইরাসের টিকা ১৫ আগস্টের মধ্যেই বাজারে আসতে পারে। স্বাধীনতা দিবসের মধ্যেই টিকা ব্যবহার উপযোগী করে তুলতে দ্রুত কাজ করছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের (বিবিআইএল) সহযোগিতায় তারা বাজারে আনতে যাচ্ছে ‘কোভ্যাক্সিন’ নামের এই টিকা। কোভিড-১৯ ভ্যাকসিনের (বিবিভি১৫২ কোভিড ভ্যাকসিন) ক্লিনিক্যাল ট্রায়ালের (মানুষের দেহে প্রয়োগ) জন্য ১২টি প্রতিষ্ঠানকে বেছে নেয়ার কথা জানিয়েছে সরকারের শীর্ষ চিকিৎসা গবেষণা সংগঠন। ‘অগ্রাধিকারমূলক প্রকল্প’ হিসেবে আইসিএমআর এই প্রতিষ্ঠানগুলোকে অতিসত্ত্বর পদক্ষেপ নিতে বলেছে। সব রেকর্ড ভেঙ্গে যুক্তরাষ্ট্রে আক্রান্ত সর্বোচ্চ ॥ করোনাভাইরাস আবার জেঁকে বসতে শুরু করেছে যুক্তরাষ্ট্রে। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের ৪০টিতেই বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। তার মধ্যে ৩৬টিতে করোনা টেস্টে পজিটিভ আসার হার বেড়েছে অনেক। তাতে ২৪ ঘণ্টায় বিশ্বে এর আগে আক্রান্তের সব রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে ৫৭ হাজার ২৩৬ জন আক্রান্ত হয়েছে। যা বিশ্বের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। ব্রাজিলে মৃত্যু ৬০ হাজার ॥ ব্রাজিলে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। এমনটাই জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ৩৮ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০ হাজার ৬৩২ জন। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। মৃত্যুতে ব্রাজিলের সামনে আছে কেবল যুক্তরাষ্ট্র।
×