ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটিয়ায় কিশোর গ্যাং ও মাদক বিক্রেতাদের উপদ্রব

প্রকাশিত: ২১:২৯, ৪ জুলাই ২০২০

পটিয়ায় কিশোর গ্যাং ও মাদক বিক্রেতাদের উপদ্রব

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৩ জুলাই ॥ করোনাভাইরাসের সুযোগ নিয়ে চট্টগ্রামের পটিয়ায় হঠাৎ করে কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীর উপদ্রব বেড়ে গেছে। প্রায় প্রতিদিন পটিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং সদস্যের আনাগুনা বেড়েছে। হকিস্টিক, লাঠি, কিরিচ, ধাড়ালো ছুরিসহ সিএনজি ও মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। ফলে লোকজন এখন আতঙ্কিত। কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, মোটরসাইকেল চুরি, গরুচুরি ছাড়াও সমানতালে চলছে ছিনতাইকারীদের অপরাধ। চট্টগ্রাম-কক্সবাজার- আরাকান সড়কে যাত্রীবেশে গাড়ি তুলে পটিয়া বাইপাস, ইন্দ্রপুল লবণ শিল্প এলাকার পেছনের রাস্তায় নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন, টাকা ছিনিয়ে নেয়। জানা গেছে, করোনাভাইরাসের সুযোগ নিয়ে উপজেলার ১৭ ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীর তৎপরতা বেড়ে গেছে।
×