ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে ১০৫ টন সরকারী চাল ও গম জব্দ

প্রকাশিত: ২১:২৮, ৪ জুলাই ২০২০

লক্ষ্মীপুরে ১০৫ টন সরকারী চাল ও গম জব্দ

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৩ জুলাই ॥ লক্ষ্মীপুরে ব্যক্তি মালিকানাধীন গোডাউনে মজুদ রাখা বিপুল পরিমাণ সরকারী চাল ও গম জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে এসব চাল ও গম মজুদ রাখায় দুটি গোডাউন সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন। এ সময় ৯৫ টন চাল ও ট্রাকভর্তি ২০ টন গম জব্দ করা হয়। শুক্রবার সন্ধ্যায় জেলার কমলনগরের হাজিরহাট এলাকার ব্যবসায়ী শেখ ফরিদের দুটি গোডাউনে অভিযান চালিয়ে সরকারী এসব চাল ও গম পেয়ে গোডাউন দুটি সিলগালা করা হয়। জানা গেছে, খাদ্য অধিদফতরের সিলযুক্ত সরকারী বিভিন্ন বরাদ্দকৃত চাল স্থানীয় ব্যবসায়ী শেখ ফরিদ তার গোডাউনে অবৈধভাবে মজুদ রেখেছেন, এমন সংবাদ পান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জেলা কর্মকর্তারা। সংস্থাটির লক্ষ্মীপুরের পরিচালক মানিক চন্দ্র দে ও স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় ফরিদের গোডাউনের সামনে ট্রাকভর্তি ২০ টন গম ও গোডাউনের ভেতরে ৯৫ টন সরকারী চাল পেয়ে তার দুটি গোডাউন সিলগালা করে দেন। এতে প্রতিটি বস্তায় খাদ্য অধিদফতরের সিলযুক্ত রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এ ব্যাপারে কমলনগর থানায় একটি মামলা রুজু হয়েছে। মিজানুর রহমান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান কমলনগর থানার ওসি। অপরদিকে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন জানান, সরকারী চাল ও গম পেয়ে আমরা গোডাউন দুটি সিলগালা করেছি। শীঘ্রই তদন্ত টিম গঠন করে বিষয়টি খতিয়ে দেখবে প্রশাসন।
×