ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কাশিয়ানীতে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ

প্রকাশিত: ২১:২৫, ৪ জুলাই ২০২০

কাশিয়ানীতে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৩ জুলাই ॥ গোপালগঞ্জে ৭ দিনের মধ্যে রামদিয়া-সীতারামপুর সরকারী খালের পাড়ে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে কাশিয়ানী উপজেলা প্রশাসন। শুক্রবার সকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম সেখানকার বেথুড়ি গ্রামে সরেজমিন গিয়ে বাস্তবতা দেখেন এবং খালের ওপর গড়ে ওঠা মৎস্যঘের, পুকুর, বাঁধ, বসতবাড়ি, পোল্ট্রি-ফার্মসহ অন্যান্য সকল অবৈধ স্থাপনা ৭ দিনের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দেন। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, অবৈধ স্থাপনা গড়ে ওঠার কারণে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এ খালটিতে পানি প্রবাহসহ নানা ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। একজন আইনজীবীসহ স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালী খালটি দখল করে মৎস্যঘের, পুকুর, বাঁধ, বসতবাড়ি, রাস্তা ও পোল্ট্রি ফার্মসহ নানা স্থাপনা গড়ে তুলেছেন। স্থানীয়রা বলছেন, খালটি উদ্ধার হলে এলাকার উৎপাদিত ফসল নৌপথে পরিবহনে সহজলভ্য হবে। বোরো মৌসুমে চাষীরা অত্যন্ত সহজে জমিতে সেচ দিতে পারবে। এছাড়াও দেশীয় প্রজাতির মাছ উৎপাদন বৃদ্ধি পাবে। কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এ রামদিয়া-সীতারামপুর সরকারী খালটিতে পানি প্রবাহ ও সেচসহ নানা ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এ কারণে খালটি উদ্ধার করতে উপজেলা প্রশাসন মাঠে নেমেছে। প্রচলিত জলাধার ও খাল রক্ষা আইন অনুযায়ী খুব শীঘ্রই খালটি দখলমুক্ত করা হবে। এ কারণে আগামী ৭ দিনের মধ্যে এ খালের ওপর সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
×