ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে কিস্তির টাকা না দেয়ায় মুক্তিযোদ্ধাকে মারধর

প্রকাশিত: ২১:২৪, ৪ জুলাই ২০২০

ধামরাইয়ে কিস্তির টাকা না দেয়ায় মুক্তিযোদ্ধাকে মারধর

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩ জুলাই ॥ ধামরাইয়ে পল্লিমঙ্গল নামে একটি এনজিওর কিস্তির টাকা দিতে না পারায় আব্দুর রাজ্জাক (৬৫) নামে এক মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এনজিওর মালিক মতি রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক উপজেলার পটল গ্রামের বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত একজন শিক্ষক। জানা গেছে, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ওই এনজিও থেকে তিন বছর আগে দুই লাখ টাকা ঋণ নেন। করোনার কারণে ৩ মাস যাবত কিস্তি দিতে না পারায় বৃহস্পতিবার বিকেলে ওই মুক্তিযোদ্ধাকে ফোন করে আমতলা বাজারে ডেকে আনে এনজিওর মালিক উপজেলার গণকবাড়ি এলাকার চাঁন মিয়ার ছেলে মতি। আমতলা বাজারে মুক্তিযোদ্ধা এলে তাকে তার অফিস কার্যালয়ে নিয়ে যায়। পরে মুক্তিযোদ্ধার কাছে কিস্তির টাকা দাবি করেন তিনি। আরও কিছুদিন সময় চাইলে একটি ঘরে আটকে রেখে মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাককে বেদম মারধর করে এনজিও মালিক মতি রহমান। পরে রাত আটটার দিকে মুক্তিযোদ্ধার ছেলে রাসেল হোসেনকে ফোন করে কিস্তির টাকা দিয়ে তার বাবাকে ছাড়িয়ে নিয়ে যেতে বলে। এ সময় রাসেল থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে। এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের পাশাপাশি অভিযুক্ত এনজিওর মালিককে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
×