ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাদক বিক্রিতে বাধা দেয়ায় ইউপি সদস্যের ওপর হামলা

প্রকাশিত: ২১:২৩, ৪ জুলাই ২০২০

মাদক বিক্রিতে বাধা দেয়ায় ইউপি সদস্যের ওপর হামলা

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ৩ জুলাই ॥ ভালুকায় মাদক বিক্রিতে বাধা দেয়ার কারণে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ আহাম্মেদ নিলয় (৩৫) এর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ নামক স্থানে। জানা যায়, ভালুকা সদর থেকে একটি কালো রং এর প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে কয়েকজন যুবক উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সোনাখালী গ্রামের তমির উদ্দিনের বাড়ির পাশের জঙ্গলে মাদক সেবন ও কেনা-বেচা করত। বেশ কয়েকদিন যাবত এভাবে কালো রং এর প্রাইভেটকার রহস্যজনকভাবে রাতের আঁধারে দাঁড়িয়ে থাকতে দেখে বিষয়টি এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্য ইউসুফ আহাম্মেদ নিলয়কে জানালে তিনি গত মঙ্গলবার রাত ১০টায় এলাকাবাসীদের নিয়ে রহস্যময় কালো প্রাইভেটকারের কাছে গিয়ে কাউকে না পেয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন। এক সময় জঙ্গল থেকে ৪ যুবক ওই প্রাইভেটকারের কাছে আসলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে যুবকদের ওপর হামলা করার চেষ্টা করে। এরই জের ধরে ঘটনার রাতে ইউপি সদস্য ইউসুফ আহাম্মেদ নিলয় চাঁনপূর নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ভালুকা সদরের বাসায় যাওয়ার পথে ভালুকা-সখিপুর সড়কের ভায়াবহ নামকস্থানে পৌঁছতেই প্রয়াত ইউপি চেয়ারম্যান নূর উদ্দিনের ছেলে হাছান তার ব্যক্তিগত কালো প্রাইভেটকার দিয়ে নিলয়ের মোটরসাইকেল ব্যারিকেড দিলে এ সময় আরও তিন মোটরসাইকেল দিয়ে আসা হাসানের সহযোগী মাদক কারবারি মিজান, রাকিব, রাহাতসহ ১০-১২ জন দা, চাপাতি, লাঠি দিয়ে নিলয়ের ওপর হামলা করে গুরুতর আহত করে। এ সময় নিলয়ের ডাক চিৎকারে শোনে আশপাশের লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে তার অবস্থার অবনতি হলে নিলয়কে জরুরী ভিত্তিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (মমেক) প্রেরণ করা হয়।
×