ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নান্দাইলে পূর্ব শত্রুতার জেরে পেঁপে গাছ কর্তন

প্রকাশিত: ২১:০৭, ৪ জুলাই ২০২০

নান্দাইলে পূর্ব শত্রুতার জেরে পেঁপে গাছ কর্তন

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ৩ জুলাই ॥ উপজেলায় পারভেজ আহম্মেদ রাসেল নামের এক কৃষকের ৫০ শতক জমির পেঁপেগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে আচারগাঁও ইউনিয়নের গইচখালি গ্রামে এই ঘটনা ঘটে। এর আগে এক সপ্তাহের ব্যবধানে পাশের পূর্ব শিবনগর গ্রামে আরও ৭০ শতক জমির পেঁপেগাছ কাটার ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্তরা বলেছেন, সরকারী একটি জমির মামলা সংক্রান্ত ঘটনার জেরে একটি পক্ষ এই কাজ করছে। সরজমিনে গিয়ে দেখা গেছে, ৫০ শতক জমির সব গাছই কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সমস্ত গাছ জমিতেই পড়ে আছে। গাছে মাত্র পেঁপে ধরা শুরু করেছে। সপ্তাহখানেক পর বিক্রির উপযোগী হবে। জমির মাঝখানে মাথায় হাত দিয়ে বসে রয়েছে পারভেজ মিয়া। তিনি জানান, পূর্ব শত্রুতার জেরেই তার এতবড় ক্ষতি করেছে চিহ্নিত ব্যক্তিরা। এতদিন শ্রম দিয়ে গাছগুলো বড় করেছেন। এখন বিক্রির কাছাকাছি সময়ে গাছগুলো কেটে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছে। কার সঙ্গে আপনার শত্রুতা রয়েছে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় উদলারবাজার নিয়ে সরকারী খাস জমির একটি মামলা হয়েছে। মামলায় সরকারী পক্ষে আমিসহ আমার তিন বন্ধু জড়িত। এই মামলার প্রতিপক্ষ পেঁপে বাগানের এই ক্ষতি করেছে। কালকিনি নিজস্ব সংবাদদাতা কালকিনি থেকে জানান, মাদারীপুরের কালকিনিতে মোঃ আকবার হোসেন সরদার-(৩৮) নামের এক অসহায় কৃষকের ১৩শ’ লাউগাছ কেটে দিয়েছে ও একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধান হয়েছে বলে ভুক্তভোগী জানায়। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটে। এলাকাবাসী সূত্র জানা গেছে, পৌর এলাকার দক্ষিণ গোপালপুর গ্রামের ধলাই সরদারের কৃষক পুত্র মোঃ আকবার সরদার একই এলাকার পূয়ালী মাদারীপুর গ্রামের খাইরুল আলম সুজনের কাছ থেকে ২একর জমি লিজ নিয়ে ৩ লাখ টাকা ব্যয় করে ১৫শ’ লাউগাছ লাগন এবং একই জমির ওপর একটি পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া ও সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে। কিন্তু রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে এবং তার লাউ বাগানের প্রায় ১৩ শ’ লাউগাছ কেটে ফেলে। এতে কৃষক আকবারের ৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় ভুক্তভোগী আকবার সরদার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
×