ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদ্যুতস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ২১:০৭, ৪ জুলাই ২০২০

বিদ্যুতস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩ জুলাই ॥ পাকুন্দিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট চাচাত দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এরা হলো-উপজেলার পাটুয়াভাঙ্গা মাছিমপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোহন (২২) ও শিবলু মিয়ার ছেলে জীবন মিয়া (২৫)। তারা সম্পর্কে চাচাত ভাই। শুক্রবার বেলা ১১টার দিকে মাছিমপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ির পাশে একটি সুপারি গাছ কাটতে যায় ইসমাইল হোসেন ও তার ছেলে মোহন। কাটা গাছ বিদ্যুতের তারে পড়লে গাছ সরাতে গিয়ে পিতাপুত্র দু’জনই বিদ্যুতস্পৃষ্ট হয়। তাদের উদ্ধার করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয় জীবন মিয়া। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তিনজনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহন ও জীবন মিয়াকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইসমাইল হোসেনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিরোজপুরে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা পিরোজপুর থেকে জানান, কাউখালীতে শুক্রবার বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রশিদ তালুকদার (৮০) উপজেলার দাসেরকাঠি গ্রামের মৃত নেছার আলী তালুকদারের ছেলে। নিহতের ছেলে চুন্নু তালুকদার জানান, বাড়ির সামনের রাস্তার পাশের একটি বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটার জন্য বাড়ি থেকে বের হন তার বাবা। বাঁশ কাটার সময় এটি পার্শ্ববর্তী বিদ্যুত লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় আহত আব্দুর রশিদকে স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×