ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈশ্বরদী-ঢাকা রুটে রেলসেতু সংস্কার সম্পন্ন

প্রকাশিত: ২১:০৪, ৪ জুলাই ২০২০

ঈশ্বরদী-ঢাকা রুটে রেলসেতু সংস্কার সম্পন্ন

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদী-ঢাকা রুটের এক শ’ বছরের পুরনো সেতু নির্ধারিত সময়ের ৭৫ দিন আগেই মেরামত শেষ করে খুলে দেয়া হয়েছে। এতে এই রুটে চলাচলকারী ৪৪টি আন্তঃনগর ট্রেন যাত্রীর ভীতি ও দুর্ভোগ দূর এবং রেলওয়ে কর্তৃপক্ষের আর্থিক সাশ্রয় হলো। শুক্রবার সকালে সেতু চত্বরে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী এএফএম মাসুদুর রহমান,পাকশী বিভাগীয় প্রকৌশলী টু আব্দুর রহিম ও আরটিসির সাইট ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন এসব তথ্য উপস্থাপন করেন। তারা জানান, মাটির নিচে১০ ফুট এবং মাটি থেকে ২৫ ফুট উচ্চতাসম্পন্ন এই সেতুর পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের জুনে সেতুটি ডেডস্টপ ঘোষণা করার পর থেকে এই রুটে চলাচলকারী ৪৪ টি যাত্রীবাহী আন্তঃনগর ও মালবাহী ট্রেন চালানো ঝুঁকির মধ্যে ছিল। এ সেতুতে ট্রেনের গতি ঘণ্টায় ৮ কিলোমিটার নির্ধারণ করা হয়। এ কারণে প্রতিটি ট্রেনকে থামিয়ে লাইন ক্লিয়ার নিতে হতো। এসব কারণে সময়,খরচ ও আতঙ্ক বৃদ্ধি থেকে রেলকর্তৃপক্ষ ও যাত্রীরা মুক্তি পেয়েছেন।
×