ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে মোটর পার্টস ব্যবসায়ী হত্যার বিচার দাবি

প্রকাশিত: ২০:১৭, ৪ জুলাই ২০২০

রূপগঞ্জে মোটর পার্টস ব্যবসায়ী হত্যার বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩ জুলাই ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরপার্টস ব্যবসায়ী হেকমত আলী (৪০) হত্যা মামলার আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় এ মানববন্ধন করে এলাকাবাসী। এর আগে, বৃহস্পতিবার দুপুরে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের পাশের উপজেলার কোশাব এলাকার একটি মাছের খামারের বন্ধ ড্রাম থেকে হেকমত আলীর লাশ উদ্ধার করা হয়। গত ১৪ এপ্রিল রফিকুল ইসলাম সবুজ, তার ভাই মাহাফুজুর রহমান, মামুন মিয়া ও বাবা ইয়াবুব মোল্লাকে আসামিকে করে হেকমত আলীর স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অপহরণ ও গুমের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। পরে এ ঘটনা রফিকুল ইসলাম সবুজকে গ্রেফতার করলেও বাকি আসামিদের গ্রেফতার করতে পারেনি। পরে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবআই) কাছে হস্তান্তর করা হয়। পিবিআইয়ের তদন্তে হত্যার আসল রহস্য বেরিয়ে আসে। মানববন্ধনে বক্তব্য রাখেন- কাঞ্চন পৌর কাউন্সিলর রোকন উদ্দিন, মফিকুল ইসলাম, আবু নাঈম, হাফিজুর রহমান ও নিহতের স্ত্রী রোকসানা বেগম।
×