ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চলে গেলেন বলিউডের বিখ্যাত নৃত্য নির্দেশক সরোজ খান

প্রকাশিত: ১৯:৫৯, ৪ জুলাই ২০২০

চলে গেলেন বলিউডের বিখ্যাত নৃত্য নির্দেশক সরোজ খান

স্টাফ রিপোর্টার ॥ বৃহস্পতিবার মধ্যরাতে মুম্বাইয়ের এক বেসরকারী হাসপাতালে হার্ট এ্যাটাকে মৃত্যু হয় বলিউডের মাস্টারজি খ্যাত এই তারকার। ২০ জুন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি হন তিনি, শ্বাসকষ্টের সমস্যা থাকায় তার কোভিড-১৯ টেস্ট করা হয়। সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল। মূলত ঠা-া লাগার জন্যই তার শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছিল। ১৯৪৮ সালের ২২ নবেম্বর মুম্বাইতে তার জন্ম হয়। তার আসল নাম নির্মলা নাগপাল। স্বাধীন কোরিওগ্রাফার হিসেবে তার কাজ শুরু হয় ১৯৭৪ সালে গীতা মেরা নাম ছবি দিয়ে। শ্রীদেবী ও মাধুরী দীক্ষিতের সঙ্গে কাজ করে তার কেরিয়ারের গ্রাফচিত্র উর্ধমুখী হয়। শ্রীদেবী, মাধুরী, ঐশ্বরিয়া, কারিনা থেকে শুরু করে হালের জ্যাকলিন সবাই ছিল তার সরাসরি ছাত্রী। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ১৯৮৭ সালে ‘মিস্টার ইন্ডিয়া’, নাগিনা’, ‘চাঁদনি’, ‘তেজাব’ ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘হাম দিল দে চুকে সানম’, ‘দেবদাস’, ‘জাব উই মিট’-এর মতো ছবির। ২০১৯-এ ‘কলঙ্ক’ ছবিতে মাধুরী দীক্ষিতের গানে শেষ বারের মতো কোরিওগ্রাফি করেছিলেন তিনি। তার ধ্রুপদী ঘড়নার নাচের স্টেপ এখনও বলিউডে জনপ্রিয়। সরোজ খান নৃত্য পরিচালক হিসেবে তিন বার করে ফ্লিম ফেয়ার এবং তিন বার ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত সরোজ খান একটি টিভি রিয়েলিটি শোয়ের বিচারক ছিলেন। সরোজের মৃত্যুর খবরে শোকাহত বলিউড। মাধুরী দীক্ষিত, অহনা কুমরা, বিবেক অগ্নিহোত্রী, নিমরত কৌররা ইতোমধ্যেই টুইট করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। সরোজের অনন্য সৃষ্টিগুলোকে পোস্ট করেও তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন অনেকে।
×