ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে অটোরিক্সা-মিনিবাস সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ১৯:০১, ৩ জুলাই ২০২০

হবিগঞ্জে অটোরিক্সা-মিনিবাস সংঘর্ষে নিহত ২

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় সিএনজি অটোরিক্সা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে সহদেব দাশ (৬০) ও কিশোর পাল (২৮) নামে দুই ব্যক্তি নিহত এবং তিন জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের বানিয়াচংয়ের কালারডুবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সহদেব দাশ বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামের শষী মোহন দাশের ছেলে। পেশায় তিনি ডিম ব্যবসায়ী ছিলেন। অপর নিহত কিশোর পাল বাহুবল উপজেলার কল্যাণপুর গ্রামের বিমলপালের ছেলে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, সিএনজি অটোরিক্সাযোগে ডিম নিয়ে ভাটিপাড়া থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিলেন সহদেব দাশ। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি মিনিবাসের সাথে অটোরিক্সাটির সংঘর্ষ হলে তিনি আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত কিশোর পালকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর অটোরিক্সাটি পাশ্ববর্তী খাদে পড়ে যায় এবং মিনিবাস উল্টে যায় রাস্তার মাঝখানে। অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত আমির হামজা (৩), আখি দাশ (৩৬) ও সুজন (৪০) কে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন।
×