ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উলিপুরে সামাজিক দূরত্ব না মানায় মাইক্রো চালককে জরিমানা

প্রকাশিত: ১৮:৪৭, ৩ জুলাই ২০২০

উলিপুরে সামাজিক দূরত্ব না মানায় মাইক্রো চালককে জরিমানা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের উলিপুরে মাইক্রোবাসে সামাজিক দুরত্ব না মানায় এক চালকের এক হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ উলিপুর শহরে অভিযান চালিয়ে মেহেদী হাসান নামের ওই মাইক্রো চালকের এ জরিমানা করেন। চালক মেহেদী হাসান জানান, লালমনিরহাট জেলার পাটগ্রাম থেকে বিয়ের দাওয়াত খাওয়ার জন্য যাত্রি নিয়ে তিনি উলিপুরে আসেন। এসময় মাস্ক ছাড়া শহরে প্রকাশ্যে ঘোরাফেরা করার জন্য শতাধিক পথচারীকে মাস্ক কিনে ব্যবহার করতে বাধ্য করা হয়। এছাড়া মাস্ক ছাড়া বেচাকেনা করার অপরাধে একাধিক ব্যবসায়ির জরিমানা আদায় করেন। সহকারি কমিশনার(ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, করোনা ভাইরাস রোধে নিয়মিত মাস্ক ব্যবহার করে বাইরে বের হতে সাধারণ মানুষকে সচেতন করতে এ ধরনের অভিযান প্রতিদিন পরিচালনা করা হয়ে থাকে।
×