ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ইজি বাইক থেকে ছিটকে নদীতে তিন শিশু ॥ দুই শিশু নিখোঁজ

প্রকাশিত: ১৭:৩৯, ৩ জুলাই ২০২০

নীলফামারীতে ইজি বাইক থেকে ছিটকে নদীতে তিন শিশু ॥ দুই শিশু নিখোঁজ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ব্যাটারী চালিত ইজিবাইক থেকে ছিটকে পড়েছে নদীতে দুই আপন ভাই বোন সহ তিন শিশু। আজ শুক্রবার বেলা তিনটার দিকে নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী সড়কের ভাঙ্গা ব্রীজ নামক দেওয়াই নদীতে এ ঘটনা ঘটনায় এক শিশু উদ্ধার হলেও অপর দুই শিশু নিখোঁজ রয়েছে। এলাকাবাসী সহ ডোমার ফায়ার সার্ভিস এবং ফায়ার সার্ভিসের রংপুর বিভাগীয় ডুবুরী দল এসে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা করছে। সেখানে শতশত মানুষজন ভীড় করেছে। জানা যায়, ডোমার উপজেলা জোড়াবাড়ি গ্রামের মজিবর রহমানের স্ত্রী রওশনারা বেগম (৫৫) তার ছোট মেয়ের দুই সন্তান লিপু (১০) ও নূরে জান্নাত মনি(৫) সহ বড় মেয়ের বাড়ি গোমনাতীতে বেড়াতে যায়। ঘটনার সময় তারা বড় মেয়ের ৬ বছরের ছেলে মনোয়ার হোসেন সহ ব্যাটারী চালিত ইজিবাইকে করে জোড়াবাড়ি গ্রামে ফিরছিল। পথে ভাঙ্গাব্রীজে ইজিবাইকটি উঠার সময় প্রচন্ড ধাক্কায় ইজিবাইকে থাকা তিন শিশু নদীতে পড়ে যায়। এ অবস্থায় ইজিবাইকে থাকা শিশু তিনটির নানী রওশনারা বেগমও নদীতে ঝাপিয়ে পড়ে। তিনি তার বড় মেয়ের ছেলে মনোয়ার হোসেনকে উদ্ধার করতে পারলেও ছোট মেয়ের দুই সন্তানকে খুঁজে পায়নি। ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকার শতশত মানুষজন জাল নিয়ে ছুটে আসে। ছটে আসে ডোমার ফায়ার সার্ভিস। এলাকাবাসী নদীর বিস্তৃর্ণ এলাকায় জাল ফেলে নিখোঁজ শিশু দুইটিকে উদ্ধারের চেষ্টা করছে। নিখোঁজ শিশু দুইটি জোড়াবাড়ি গ্রামের রব্বানীর ছেলে মেয়ে। এদিকে ডোমার ফায়ার সর্ভিসের ইনচার্জ ফরহাদ হোসেন জানান, নদীতে প্রচন্ড স্রোত। রংপুর হতে তাদের ডুবুরী দল এসে উদ্ধার কাজ শুরু করেছে।
×