ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হোটেল মোটেলের পাঁচ শতাধিক কর্মীকে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা

প্রকাশিত: ১৭:১৬, ৩ জুলাই ২০২০

হোটেল মোটেলের পাঁচ শতাধিক কর্মীকে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ করোনার প্রভাবে কর্মহীন ও ক্ষতিগ্রস্ত হোটেল মোটেল, রিসোর্ট ও খাবার হোটেলের পাঁচ শতাধিক কর্মচারীকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসন ও কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সহযোগিতায় শুক্রবার সকাল ১০টায় হোটেল বনানী প্যালেস প্রাঙ্গনে এ চাল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক। বিশেষে অতিথি ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র আঃ বারেক মোল্লা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ মোতালেব শরীফ, অর্থ সম্পাদক মোঃ জিয়াউর রহমান শেখ, কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর মোঃ পান্না মিয়া, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, সিনিয়র সদস্য মোঃ মনিরুল কুদ্দুস, সদস্য মোঃ জসিম উদ্দিন বাবুলসহ বিভিন্ন হোটেলের মালিক বৃন্দ।
×