ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন নাম পেল ফেয়ার এ্যান্ড লাভলী

প্রকাশিত: ০০:০৫, ৩ জুলাই ২০২০

নতুন নাম পেল ফেয়ার এ্যান্ড লাভলী

জনকণ্ঠ ডেস্ক ॥ ত্বকের রং ফর্সাকারী ক্রিম হিসেবে নেতিবাচক ধারণা প্রচার করে বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়া ফেয়ার এ্যান্ড লাভলীর নাম অবশেষে পরিবর্তন করেছে নিত্য ব্যবহার্য ও খাদ্যপণ্য বিপণনকারী বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার। বৃহস্পতিবার ত্বকের রং ফর্সাকারী ক্রিমের নাম পরিবর্তনের এই তথ্য নিশ্চিত করেছে ইউনিলিভারের ভারতীয় শাখা হিন্দুস্তান ইউনিলিভার। খবর রয়টার্সের। নারীর ত্বক ফর্সাকারী ক্রিম ফেয়ার এ্যান্ড লাভলীর নতুন নাম ‘গ্লো এ্যান্ড লাভলী’ করা হয়েছে বলে জানিয়েছে বহুজাতিক এই প্রতিষ্ঠান। একই সঙ্গে পুরুষের জন্য ব্র্যান্ডটির নতুন নাম গ্লো এ্যান্ড হ্যান্ডসাম করা হয়েছে। এশিয়ার বিভিন্ন দেশে ক্রিমটি বিক্রি করে ইউনিলিভার। বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, পণ্যটির নামে ফর্সাকারী বা উজ্জ্বলকারী শব্দগুলোও আর উল্লেখ থাকবে না। সৌন্দর্যের একক আদর্শকে ব্র্যান্ডটি তুলে ধরে বলে স্বীকার করে নেয় ইউনিলিভার।
×