ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সমীক্ষা প্রতিবেদন করোনা প্রতিরোধের ক্ষমতা বেড়েছে মানুষের

প্রকাশিত: ০০:০৪, ৩ জুলাই ২০২০

সমীক্ষা প্রতিবেদন করোনা প্রতিরোধের ক্ষমতা বেড়েছে মানুষের

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের এ্যান্টিবডি পরীক্ষায় নেগেটিভ হওয়া ব্যক্তিদেরও কিছু পরিমাণ ইমিউনিটি থাকতে পারে; নতুন এক সমীক্ষায় এমন সম্ভাবনার কথা উঠে এসেছে। সুইডিশ গবেষকদের ওই গবেষণায় এই দাবি করা হয়েছে। পূর্বের বিভিন্ন পরীক্ষায় মানুষের শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে যতটা প্রতিরোধ ক্ষমতা জন্মেছে বলে ধারণা করা হয়েছিল, বাস্তবে তার চেয়েও বেশি মানুষ সুরক্ষিত। খবর বিবিসির। সুইডেনের কারোলিঙ্কসা ইনস্টিটিউটের গবেষকরা মানুষের শরীরে এ্যান্টিবডি ও টি-সেল উভয়ের উপস্থিতি শনাক্তের পরীক্ষা চালিয়েছেন। এতে দেখা গেছে, এ্যান্টিবডি না থাকলেও অনেকের শরীরে টি-সেলের উপস্থিতি রয়েছে। এই টি-সেল করোনায় আক্রান্ত কোষকে শনাক্ত ও ধ্বংস করে। প্রতি একজন এ্যান্টিবডি-সমেত রোগীর বিপরীতে এমন দুজন টি-সেল সমেত ব্যক্তি পাওয়া গেছে। টি-সেল আছে, তবে এ্যান্টিবডি নেই, এই বিষয়টির একটি ব্যাখ্যা দেয়া হয়েছে, এসব মানুষের শরীরে হয়তো এ্যান্টিবডি উৎপন্ন হওয়ার প্রয়োজন হয়নি। এর অর্থ হলো, এ্যান্টিবডি উপস্থিতির ভিত্তিতে আগের পরীক্ষাগুলোতে যত মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মেছে বলে উঠে এসেছে, বাস্তবে এই সংখ্যা তার চেয়েও বেশি। এ্যান্টিবডি পরীক্ষায় পজিটিভ আসা প্রতিটি ব্যক্তির দুটি নির্দিষ্ট টি-সেল শনাক্ত করা গেছে, যা সংক্রমিত কোষগুলো শনাক্তের পর সেগুলোকে ধ্বংস করে দেয়। একইসঙ্গে কোভিড-১৯-এর মৃদু উপসর্গ বা উপসর্গবিহীন রোগীদের ক্ষেত্রেও এ প্রবণতা দেখা গেছে। তবে এটা এখনও স্পষ্ট নয়, এসব টি-সেল কেবল আক্রান্ত ব্যক্তিকেই সুরক্ষা দেয় নাকি তার মাধ্যমে অন্যদের সংক্রমিত হওয়ার পথও বন্ধ করে দেয়।
×